Tiljala Murder Update: তিনজলাকাণ্ডে অমিত শাহের হস্তক্ষেপ চেয়ে চিঠি সৌমিত্র খাঁয়ের, আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের – saumitra khan writes to home minister amit shah over tiljala minor murder case


Tiljala Incident: তিলজলায় নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের ঘটনায় উত্তাল তিলোত্তমা। রবিবার রাতের পর সোমবার সকাল থেকে দফায় দফায় ছড়ায় উত্তেজনা। রেল অবরোধ থেকে রাস্তা অবরোধ। গোটা ঘটনায় রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে তিলজলা, বন্ডেল গেট রোড এলাকা। ঘটনায় এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।সৌমিত্র খাঁ চিঠিতে সরাসরি কলকাতা পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন। তিনি চিঠিতে লিখেছেন, ”তিলজলায় সাত বছরের নাবালিকাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কলকাতা পুলিশে প্রথমে অভিযোগ নিতে চায়নি। ঘণ্টার পর ঘণ্টা নষ্টের পর তল্লাশি শুরু করে পুলিশ নাবালিকার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হওয়ার পর ঘটনাটিকে ধামাচাপা দিতে চায় কলকাতা পুলিশ।”

Tiljala News: তিনজলায় নাবালিকা খুনের ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি! পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন

এখানেই শেষ নয়, বিষ্ণুপুরের সাংসদ অমিত শাহকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, ১০ ঘণ্টারও বেশি সময় ধরে অশান্ত কলকাতা। বন্ধ করে দেওয়া হয় রাস্তা। শিয়ালদহ দক্ষিণে রেল অবরোধও করে স্থানীয়রা বলে চিঠিতে জানিয়েছেন সৌমিত্র।

পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তিলজলা, তপসিয়া ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে চলেছে অশান্তি বলে অভিযোগ করেছেন তিনি। সৌমিত্র খাঁয়ের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ কলকাতা ও রাজ্য পুলিশ।

Tiljala News Today: তিলজলায় নাবালিকা খুন! পার্ক সার্কাসে রেল অবরোধ, শিয়ালদা দক্ষিণে স্তব্ধ পরিষেবা

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর এই প্রথম দুদিনের রাজ্য সফরে এসেছেন দ্রৌপদী মুর্মু। সোমবার কলকাতায় ছিল তাঁর একাধিক কর্মসূচি। এদিন বিক্ষোভস্থলের অনতিদূরেই ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাগরিক সম্বর্ধনা।

চিঠিতে সৌমিত্র খাঁ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে। কলকাতা পুলিশের ব্যর্থ ভূমিকাকে তুলে ধরে প্রশাসনের প্রতি আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ।

Tiljala Incident: নাবালিকার মাথায় স্ক্রু ড্রাইভারের ক্ষত, শরীরে নৃশংস আঘাতের চিহ্ন! তিলজলার ঘটনায় ৩ মামলা দায়ের

পুলিশের ব্যর্থতাকে হাতিয়ার করে চিঠিতে অমিত শাহের কাছে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের আবেদন জানিয়েছেন সৌমিত্র খাঁ। একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির কাছেও হস্তক্ষেপের আবেজন জানিয়েছেন সৌমিত্র খাঁ।

অন্যদিকে, তিলজলায় নাবালিকার পরিবারের জন্য আড়াই লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *