West Bengal Govt Employees Bonus : DA নিয়ে লাগাতার আন্দোলনের মাঝেই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, বাড়ছে বোনাস – west bengal govt announces ad hoc bonus festival advance and ex gratia grant for govt employees and pensioners amid ongoing da protest


বকেয়া DA-র দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন সরকারি কর্মচারিরা। রাজ্য সরকার বাজেটে ৩ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা ঘোষণার পরও আন্দোলনে অনড় তাঁরা। কেন্দ্রীয় সরকারি হারে DA না দেওয়া হলে প্রতিবাদ বিক্ষোভ, কর্মবিরতি, ধর্মঘট চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন এই সরকারি কর্মীরা। অথচ মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, DA বাড়ানো সম্ভব নয়। তবে মানবিক সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সেই তালিকাতেই এবার রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নবান্নের।

DA News West Bengal : ‘…শ্বেতপত্র প্রকাশ করুক, প্রয়োজনে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করব!’ সুর চড়ালেন DA আন্দোলনকারীরা

কত টাকা বাড়ল বোনাস?

নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মচারি এবং পেনশনারদের জন্য অ্যাড হক বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে এবার রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাসের পরিমাণ ৫ হাজার ৩০০ টাকা করার প্রস্তাব হয়েছে। ২০১৭ সালে এই অ্যাড হক বোনাসের পরিমাণ ছিল ৩ হাজার ৬০০ টাকা। এরপর পর পর প্রতিবছর তা বেড়ে হয়েছে ৩ হাজার ৮০০, ৪ হাজার, ৪ হাজার ২০০, ৪ হাজার ৫০০ এবং ৪ হাজার ৮০০ টাকা। আর এবার আরও পাঁচশো টাকা বাড়ানো হচ্ছে।

DA Hike 2023: অপেক্ষার অবসান! সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের
একইসঙ্গে বাড়ানো হচ্ছে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও। ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে এই পরিমাণ করা হচ্ছে ১৬ হাজার টাকা। পাঁচ বছর আগে এই উৎসবের জন্য অগ্রীম টাকার পরিমাণ ছিল ৫ হাজার টাকা। পাশাপাশি, বাড়নো হচ্ছে এক্স গ্রাশিয়ার অঙ্কও। ২ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে সরকারি কর্মচারিদের এক্স গ্রাশিয়া ২ হাজার ৯০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে এই অঙ্ক ছিল ১ হাজার ৯০০ টাকা।

DA Protest Update : DA-র দাবিতে কামাই করে ধর্মঘট, ১ দিনের বেতন কাটার নির্দেশ
DA নিয়ে চলা লাগাতার আন্দোলনের মাঝেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারিদের মধ্যে সদর্থক প্রভাব ফেলবে কি না সেটাই এখন দেখার।

BONUS

রাজ্য সরকারের প্রস্তাবিত বোনাসের পরিমাণ

DA-র দাবিতে আন্দোলন

রাজ্য সরকারের বাজেটে সরকারি কর্মচারিদের বাড়তি তিন শতাংশ DA দেওয়ার কথা ঘোষণা করেছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও তাতে সন্তুষ্ট হননি আন্দোলনকারী সরকারি কর্মচারিরা। তাঁরা এখনও কলকাতার শহিদ মিনার ময়দানে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একটানা প্রায় ৪৫ দিনেরও বেশি চলেছে অনশন। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছ বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ। এর জেরে চলেছে কর্মবিরতি, ধর্মঘটও। এর ফলাফল স্বরূপ একাধিক শিক্ষকের চাকরিতে বদলি হয়েছে। সার্ভিস রুল দেখিয়ে অনেকের একদিনের বেতনও কাটা হয়েছে। পাশাপাশি সরকারের তরফে স্পষ্ট করেই ইঙ্গিত দেওয়া হয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়। এমত অবস্থায় সরকারের এই বাড়তি বোনাসের ঘোষণা অচলাবস্থায় বদল আনতে পারে কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *