কত টাকা বাড়ল বোনাস?
নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মচারি এবং পেনশনারদের জন্য অ্যাড হক বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে এবার রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাসের পরিমাণ ৫ হাজার ৩০০ টাকা করার প্রস্তাব হয়েছে। ২০১৭ সালে এই অ্যাড হক বোনাসের পরিমাণ ছিল ৩ হাজার ৬০০ টাকা। এরপর পর পর প্রতিবছর তা বেড়ে হয়েছে ৩ হাজার ৮০০, ৪ হাজার, ৪ হাজার ২০০, ৪ হাজার ৫০০ এবং ৪ হাজার ৮০০ টাকা। আর এবার আরও পাঁচশো টাকা বাড়ানো হচ্ছে।
একইসঙ্গে বাড়ানো হচ্ছে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও। ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে এই পরিমাণ করা হচ্ছে ১৬ হাজার টাকা। পাঁচ বছর আগে এই উৎসবের জন্য অগ্রীম টাকার পরিমাণ ছিল ৫ হাজার টাকা। পাশাপাশি, বাড়নো হচ্ছে এক্স গ্রাশিয়ার অঙ্কও। ২ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে সরকারি কর্মচারিদের এক্স গ্রাশিয়া ২ হাজার ৯০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে এই অঙ্ক ছিল ১ হাজার ৯০০ টাকা।
DA নিয়ে চলা লাগাতার আন্দোলনের মাঝেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারিদের মধ্যে সদর্থক প্রভাব ফেলবে কি না সেটাই এখন দেখার।
রাজ্য সরকারের প্রস্তাবিত বোনাসের পরিমাণ

রাজ্য সরকারের প্রস্তাবিত বোনাসের পরিমাণ
DA-র দাবিতে আন্দোলন
রাজ্য সরকারের বাজেটে সরকারি কর্মচারিদের বাড়তি তিন শতাংশ DA দেওয়ার কথা ঘোষণা করেছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও তাতে সন্তুষ্ট হননি আন্দোলনকারী সরকারি কর্মচারিরা। তাঁরা এখনও কলকাতার শহিদ মিনার ময়দানে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একটানা প্রায় ৪৫ দিনেরও বেশি চলেছে অনশন। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছ বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ। এর জেরে চলেছে কর্মবিরতি, ধর্মঘটও। এর ফলাফল স্বরূপ একাধিক শিক্ষকের চাকরিতে বদলি হয়েছে। সার্ভিস রুল দেখিয়ে অনেকের একদিনের বেতনও কাটা হয়েছে। পাশাপাশি সরকারের তরফে স্পষ্ট করেই ইঙ্গিত দেওয়া হয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়। এমত অবস্থায় সরকারের এই বাড়তি বোনাসের ঘোষণা অচলাবস্থায় বদল আনতে পারে কি না, সেটাই এখন দেখার।