West Bengal Weather Update There has Been Possibility of Rain in South and North Bengal


West Bengal Weather Update: রবির ভ্যাপসা গরম কাটিয়ে সোমের আকাশেও জমেছে মেঘ। সপ্তাহের কর্মব্যস্ত দিনে দিনভরই চলবে ঝড়বৃষ্টির খামখেয়ালিপনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার সন্ধ্যা থেকেই এক থেকে দু-পশলা বৃষ্টিতে ভিজেছে বিভিন্ন জেলা। তাতে সময়িক স্বস্তি মিললেও ভ্যাপসা গরম থেকে মেলেনি মুক্তি।সোমবার দিনভর মেঘলা আকাশে রোদ-বৃষ্টির খেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি বাড়বে। প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণ নয়, বৃষ্টিতে ভিজবে উত্তরও। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Kolkata News : ১ রুপিয়ায় ১ পাউন্ড, আমেরিকা থেকে আসা প্রথম বরফ দেখতে হুড়োহুড়ি পড়েছিল কলকাতায়

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?

রাজ্যের দক্ষিণে উপকূল অঞ্চল ও পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধ-বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। তারপর বদল আসতে পারে আবহাওয়ায়।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

তিলোত্তমার ভাগ্যে সপ্তাহের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি। দিনভর আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ।

Thika Property In Kolkata : ১৫ দিনে ঠিকা প্রজাদের বাড়ি তৈরির অনুমোদন, তৎপর মহানাগরিক ফিরহাদ

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী চার দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

Sujan Chakraborty Wife : ‘বাড়ির সবচেয়ে সৎ মেয়ে মিলি…’, সুপারিশ অভিযোগের মাঝেই সুজনের স্ত্রীর ‘স্ট্রাগল’ বর্ণনা শ্যালিকার

ভিন রাজ্যে

আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ওই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ডে এবং বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড় হওয়ার পূর্বাভাস হয়েছে ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *