পরিত্যক্ত বাড়িতে ‘রহস্যজনক’ আওয়াজ! দরজা খুলতে প্রতিবেশীদের চোখে পড়ল নরকঙ্কাল


West Bengal Local News : পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের বড় কালীতলা এলাকায় নর কঙ্কাল উদ্ধারের ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের থেকে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। তারা গিয়ে কঙ্কাল উদ্ধার করে নিয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বড় কালীতলার ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বাড়ির মালিকরা তিন বছরেও বেশি সময় ধরে ওই বাড়িতে আসেননি। বাড়ি ফাঁকা থাকার কারণে তা ক্রমশ দুষ্কৃতীদের আড্ডায় পরিণত হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়ছেন, বাড়ির দরজা জানলাও অনেকে খুলে নিয়ে চলে গিয়েছে।

Birbhum Bomb Recovery : নানুরে ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধার, আতঙ্ক এলাকায়
সম্প্রতি বন্ধ বাড়ির ভীতরে অদ্ভূত ধরণের আওয়াজ শুনে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরবর্তী সময়ে তাঁরাই সেখানে নরকঙ্কালের সন্ধান পান বলে জানা গিয়েছে। এদিন বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নরকঙ্কালের পাশাপাশি বাইরে পড়ে থাকা একটি সিন্দুকও উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়ছেন, এক সময় এই বাড়িতে প্রচুর মানুষ বাস করতেন। এলাকায় ‘সম্ভ্রান্ত ও ঐতিহ্যশালী পরিবার’ হিসেবেই পরিচিতি ছিলেন এই বাড়ির বাসিন্দারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চায়ের কাপ, নেতাজির স্মৃতি জড়িয়ে চেয়ার এই বাড়িতেই রয়েছে বলে তাঁরা শুনেছে, এমনটাই দাবি স্থানীয়দের। সময়ের সঙ্গে সঙ্গে সেই বাড়ি আজ পরিত্যক্ত। ফাঁকা বাড়ি ক্রমেই দুষ্কৃতীদের আখড়া হয়ে যায়।

Murshidabad News : বিকট শব্দে কেঁপে উঠল বহরমপুরের পাকুরিয়া! ঘটনাস্থলে উদ্ধার বোমা, আতঙ্ক এলাকায়
নরকঙ্কালটি বাইরে থেকে আনা হয়েছিল নাকি এখানেই কাওকে খুন করা হয়েছিল বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই। কঙ্কাল উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া কঙ্কালটি কার তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কে বা কার কোনও উদ্দেশে সেটি এখানে এনেছিল তাও খতিয়ে দেখার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

Howrah News : হাওড়ার নর্দমায় পড়ে কাটা হাত! উদ্ধার করে পরীক্ষ করতে মাথায় ‘বাজ’ পুলিশের
স্থানীয় বাসিন্দা প্রদীপ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “পরিত্যক্ত অবস্থায় সাত থেকে আট বছর ধরে বাড়িটি পড়ে রয়েছে। বাড়ির মালিকরা শেষবার তিন বছর আগে এসেছিল। এখানে প্রতিদিনই দুষ্কৃতীরা ঢোকে। বাড়ির সব কিছু চুরি হয়ে গিয়েছে। এখানে কোথা থেকে কঙ্কাল এল তা খতিয়ে দেখুক পুলিশ। দোষীদের গ্রেফতার করা দরকার। আমরা চাই এই বাড়িটি পরিস্কার করা হোক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *