BJP In Bengal : নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে দক্ষিণ দমদম পুরসভায় বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! আটক একাধিক – bjp protest in south dumdum municipality against recruitment scam


Dumdum Municipality : নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে দমদম পুরসভায় বিক্ষোভ বিজেপির। পুরসভায় বলপূর্বক ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তুমুল উত্তেজনা পুরসভা চত্বরে। বিজেপির বিক্ষোভের মাঝেই স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীরাও। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। একজন বিজেপি কর্মী অসুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Chinsurah Municipality : কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ BJP-র, মুখ খুললেন পুরপ্রধান
মঙ্গলবার দুপুরে দক্ষিণ দমদম পুরসভায় বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল বিজেপি কর্মীদের। পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার দক্ষিণ দমদম পুরসভা ঘেরাও অভিযান করে বিজেপি কর্মীরা। এদিন শ্যামনগর থেকে মিছিল করে দক্ষিণ দমদম পুরসভার সামনে আসে বিজেপি কর্মীরা। পুরসভা গেট খুলে তারা ভেতরে ঢুকে পড়ে।

Recruitment Scam : অয়নের সংস্থাকেই দায়িত্ব নিয়োগের, বিপাকে বহু পুরসভা
পুরসভার ভেতরে ঢুকতেই শুরু হয় বিপত্তি। পুলিশ তাঁদের বাইরে বের করে দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পরে ময়দানে নামে তৃণমূল কর্মীরাও। বিজেপির জমায়েতের সামনে তৃণমূল কর্মীরাও স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। আটক করা হয় বহু বিজেপি কর্মীদের।

South Dum Dum Municipality : পুর নিয়োগে অনিয়ম, ED-তদন্তে ওঠে আসা অভিযোগ নিয়ে মুখ খুলল দক্ষিণ দমদম পুরসভা
বিক্ষোভরত এক বিজেপি নেতা বলেন, “এরা চাকরি চুরির ব্যবসা শুরু করেছে। সমগ্র জায়গায় দুর্নীতি ধরা পড়ছে। স্কুল থেকে শুরু করে পুরসভা সর্বত্র স্বজনপোষণের মাধ্যমে নিয়োগ করা হয়েছে। আজকে সব তদন্তের মাধ্যমে বের হবে। তাই এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করছি।” দমদম পুরসভাতেও প্রচুর স্বজনপোষণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয় বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।

Ayan Sil Recruitment Scam: অয়নের অফিস থেকে পুরসভা দুর্নীতির নথিতে কানুদার নাম, কে তিনি?
বিজেপি কর্মীদের আটক করে এদিন নাগেরবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর কর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়ার প্রতিবাদে বিজেপি কর্মীরা নাগেরবাজার থানাও ঘেরা করে। অন্যদিকে, নাগেরবাজার থানায় আটক হওয়া এক বিজেপি কর্মী বরুন দাস থানার মধ্যে অসুস্থ হয়ে যান। তাঁকে পরক্ষণেই নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Kamarhati Municipality : দুর্নীতিতে শাস্তি হবে নেতাদের: বিতর্কে কামারহাটির পুরপ্রধান
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীল গ্রেফতার হওয়ার পর থেকেই পুরসভায় নিয়োগের তথ্য উঠে আসতে শুরু করে। অয়ন শীলের বাড়ি থেকে পুরসভায় নিয়োগের একাধিক নথি পাওয়া যায়। এমনকি পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হোক বলেও দিল্লির সরকারের কাছে তদবির করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *