Calcutta High Court : অভিষেকের সভা নিয়ে হাইকোর্টে মামলা ডিএ আন্দোলনকারীদের, অন্যত্র সরানোর দাবি – da protester filed case in calcutta high court to move abhishek banerjee meeting


KOlkata News: বুধবার শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিষেকের সভাস্থল থেকে ১০০ মিটার দূরে ডিএ নিয়ে আন্দোলনকারী সরকারি কর্মীদের প্রতিবাদ মঞ্চ। এবার শহিদ মিনার চত্বরে অভিষেকের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ আন্দোলনরত সরকারি কর্মীরা।

Abhishek Banerjee : মিলল অনুমতি, অভিষেকের সভা শহিদ মিনারেই
সরকারি কর্মীদের দাবি, অভিষেকের সভা অন্যত্র করার নির্দেশ দিক আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে আদালতে মামলা দায়ের করার আবেদন সরকারি কর্মীদের। সরকারি কর্মীদের দাবি, শহিদ মিনার চত্বের সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে হাজার পাঁচেক আন্দোলনকারী অবস্থান ধরনায় বসেছেন। সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূলের সভায় ৪০-৫০ হাজার লোকের জমায়েত হলে যে কোনও বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে বলেই আশঙ্কা সরকারি কর্মীদের।

মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, ডিএ-র আন্দোলন মঞ্চের সামনে তৃণমূলের সভা হলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেই কারণে সভা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিক আদালত। এই নিয়ে আদালতের মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা। সবপক্ষকে নোটিশ সার্ভ করার নির্দেশ আদালতের। দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Abhishek Banerjee : শহিদ মিনারে অভিষেকের জনসভা নিয়ে প্রশ্ন
শুরু থেকেই শহিদ মিনারে অভিষেকের সভা নিয়ে জটিলতা তৈরি হয়। প্রথম থেকে তৃণমূল শহিদ মিনারে সভা করতে চাইলে অনুমতি দিচ্ছিল না সেনা। কারণে সেখানে ডিএ নিয়ে আন্দোলনকারী সরকারি কর্মীদের ধরনা ও অনশন চলছিল। কিন্তু পরবর্তীকালে শহিদ মিনারে সভা করার জন্য সেনার অনুমতি পায় তৃণমূল। এবার সেই সভা নিয়ে আদালতে দায়ের হল মামলা। কলকাতা হাইকোর্ট অভিষেকের সভা নিয়ে কী রায় দেয় সেটাই এখন দেখার।

Suvendu Adhikari : ‘সরকারি কর্মীদের গায়ে আঁচড় লাগলে…’, DA আন্দোলন নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
তাঁদের আন্দোলন মঞ্চের সামনে তৃণমূলের সভা নিয়ে শুরু থেকে আপত্তি ছিল সরকারি কর্মীদের। তাঁদের দাবি ছিল, তৃণমূলের সভার কারণে আইন-শৃঙ্খলার কোনও অবনতি হলে তার দায় নিতে হবে সরকারি কর্মীদেরই। অভিষেকের সভার দিন আন্দোলন থেকে বিরত থাকার জন্য আন্দোলকারীদের অনুরোধ করে কলকাতা পুলিশ। কিন্তু পুলিশের সেই আবেদন সাড়া দেননি আন্দোলনকারীরা। এখন আদালতের হস্তক্ষেপের পর অভিষেক আদৌ শহিদ মিনারে সভা করতে পারেন কিনা, সেটাই এখন দেখার। উল্লেখ্যে, অভিষেকের সভা নিয়ে সাজো সাজো রব ঘাসফুল শিবিরে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অংশ থেকে তৃণমূলকর্মীরা সভায় যোগ দেওয়ার জন্য কলকাতায় চলে এসেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *