সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম ও বিচারপতি পঙ্কজ মিঠালের বেঞ্চে আইনজীবী বসুর তরফে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল৷ ইডির তরফে অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু৷ তবে তার আগেই শীর্ষ আদালতের দুই বিচারপতি জানান, তাঁরা এ দিন কোনও পক্ষেরই বিস্তারিত বক্তব্য শুনবেন না।
মামলার পরবর্তী শুনানি হবে ১১ এপ্রিল। সে দিনই সকলের বক্তব্য শোনা হবে৷ শীর্ষ আদালতে আগেই ক্যাভিয়েট দাখিল করেছেন আইনজীবী বসু৷ বেআইনি অর্থলগ্নি সংস্থা সম্পর্কিত তদন্তে আপাতত আইনজীবী বসুর বাসভবন ও অফিসে কোনও তল্লাশি অভিযান করা যাবে না। তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা যাবে না। কলকাতা হাইকোর্ট এই অন্তর্বর্তী রায় দিয়েছিল৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। সেখানে কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করার দাবি জানানো হয়৷