Calcutta High Court : আইনজীবীর শুনানি ১১-য় – lawyer sanjay basu hearing will be on 11 april


এই সময়: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩ এপ্রিল মামলার শুনানি রয়েছে। তার আগেই কেন শীর্ষ আদালতে মামলা করেছে ইডি! আইনজীবী সঞ্জয় বসুকে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ দিয়েছিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সেই অন্তর্বর্তী রায়কে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ইডি।

Calcutta High Court : ক্যাবিনেট নোট নিয়ে স্থগিত থাকছে তদন্ত
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম ও বিচারপতি পঙ্কজ মিঠালের বেঞ্চে আইনজীবী বসুর তরফে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল৷ ইডির তরফে অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু৷ তবে তার আগেই শীর্ষ আদালতের দুই বিচারপতি জানান, তাঁরা এ দিন কোনও পক্ষেরই বিস্তারিত বক্তব্য শুনবেন না।

Recruitment Scam : নিয়োগ-দুর্নীতির সমস্ত মামলার শুনানি একত্রে: সুপ্রিম কোর্ট
মামলার পরবর্তী শুনানি হবে ১১ এপ্রিল। সে দিনই সকলের বক্তব্য শোনা হবে৷ শীর্ষ আদালতে আগেই ক্যাভিয়েট দাখিল করেছেন আইনজীবী বসু৷ বেআইনি অর্থলগ্নি সংস্থা সম্পর্কিত তদন্তে আপাতত আইনজীবী বসুর বাসভবন ও অফিসে কোনও তল্লাশি অভিযান করা যাবে না। তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা যাবে না। কলকাতা হাইকোর্ট এই অন্তর্বর্তী রায় দিয়েছিল৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। সেখানে কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করার দাবি জানানো হয়৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *