Chiranjit on Hiran : ‘ও তো কালীদাস! ছবিতে অভিনয় করত বলে শুনেছি…’, হিরণকে তীব্র কটাক্ষ চিরঞ্জিতের – actor turned trinamool mla chiranjit chakraborty slam bjp hiran chatterjee


রবিবার ঘাটালে গিয়ে গিয়ে টলিউড নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। একই সঙ্গে অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব, তৃণমূলনেত্রী সায়নী ঘোষ ও বনি সেনগুপ্তর দিকে আঙুল তুলেছিলেন হিরণ। আর মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। মঙ্গলবার বামনগাছিতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে চিরঞ্জিৎ জানিয়েছেন, ইডি, সিবিআইয়ের হিরণের সঙ্গে যোগাযোগ করা উচিৎ, কারণ ওঁর কাছে অনেক তথ্য রয়েছে।Hiran Chatterjee : ‘টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক-পরিচালক-অভিনেতা দুর্নীতিতে যুক্ত’, বিস্ফোরক হিরণ
বারাসত ব্লক ১-র অন্তর্গত বামনগাছি এলাকায় মঙ্গলবার পথশ্রী প্রকল্পের আওতায় দেড় কিলোমিটার রাস্তা চালু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরঞ্জিত। বারাসাত বিধানসভার ছোট জাগুলিয়া অঞ্চলের বামনগাছি স্টেশন সংলগ্ন নেতাজি স্পোর্টিং ক্লাবের সামনে থেকে নিত্যানন্দ সরনী পযন্ত এই ১.৫ কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন তৃণমূল বিধায়ক।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হিরণ প্রসঙ্গে মুখ খোলেন চিরঞ্জিৎ। তিনি বলেন, “নিজেকে স্বচ্ছ হিসেবে তুলে ধরার জন্য হিরণ ৯৯ শতাংশকে দুর্নীতিগ্রস্থ বলেছেন। সায়নী ঠিক কথাই বলেছে,যে থালায় খাবে সেই থালায় ফুটো। অর্থাৎ কালীদাসের মত যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। আমি শুনেছি ও ছবি করে, কিন্তু কখনও ওঁর ছবি আমি দেখিনি। এই ইন্ডাস্ট্রির জন্য হিরণকে মানুষ চিনেছে।”

Saayoni Ghosh Hiran Chatterjee: ‘কে সায়নী? কটা সিনেমা করেছে যে ওর কথার উত্তর দেব…’, পালটা আক্রমণে হিরণ
তৃণমূলের অভিনেতা বিধায়ক মনে করেন ইডি-সিবিআইযের মতো তদন্তকারী সংস্থার হিরণের সঙ্গে যোগাযোগ করা উচিত, কারণ তাঁর কাছে অনেক তথ্য রয়েছে। “দুর্নীতি হয়েছে উনি তা জানলেন কী ভাবে! যে প্যারিস গিয়েছে, সে জানে জায়গাটা কেমন। যে বিরিয়ানি খেয়েছে, সে জানেন বিরিয়ানিটা কেমন খেতে। ওনার কাছে নিশ্চয়ই কোনও তথ্য রয়েছে। সেই কারণে আমি ইডি-সিবিআইকে বলব ওঁর সঙ্গে যোগাযোগ করতে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে”, বলেন চিরঞ্জিৎ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবারের ধরনা নিয়েও মুখ খোলেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “রাজ্য কেন্দ্রের কাছ থেকে বঞ্চিত। যতদিন কেন্দ্রের দল রাজ্য দখল করতে না পারবে, ততদিন এমনটাই চলবে। টাকা আদায় করতে তাই ধরনায় বসতেই হবে।”

Saayoni Ghosh : ‘নমক হারাম! দরজা খোলা হয়নি বলেই এত রাগ’, হিরণকে আক্রমণ সায়নীর
উল্লেখ্য, তৃণমূলের এই তারকা বিধায়ক দিদির দূত কর্মসূচিতে গিয়ে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। দিদির দূত কর্মসূচিতে এসে এই রাস্তা নিয়ে বিধায়ক নিজেই প্রশ্ন তুলেছিলেন, এবং কথা দিয়েছিলেন এই রাস্তা চওড়া করার জন্য তিনি আবেদন করবেন। সেই মতো রাস্তা তৈরি হওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ও ধন্যবাদ দিয়ছেন চিরঞ্জিৎ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *