Didir Doot : আলিপুরদুয়ারে বিক্ষোভের মুখে ‘দিদির দূত’! সামলাতে ছুটলেন খোদ জেলাশাসক – alipurduar didir doot faced protest of villagers


Alipurduar News : সোমবার পূর্বঘোষিত দলীয় কর্মসূচি অনুযায়ী পরোরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দিদির দূত’ (Didir Doot) হয়ে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী ও আলিপুরদুয়ার (Alipurduar) ১ নং ব্লকের সভাপতি পীযুষ কান্তি রায় সহ অন্যান্যরা। জেলা শহর সংলগ্ন কালজানি নদীর ওপার এলাকায় হচ্ছে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক পরোরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকা। সোমবার সকালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ও জনসংযোগ যাত্রার ফেস্টুন নিয়ে শোভাযাত্রা করে দিদির দূতেরা মন্দির, মসজিদ, স্কুল , কলেজের পাশাপাশি পরোরপাড় এলাকার বাসিন্দাদের হাল হকিকত খোঁজ নিতে হাজির হন।

Didir Suraksha Kawach : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ক্ষুব্ধ মহিলার পা ধরলেন জেলা পরিষদের সভাধিপতি, তুমুল কটাক্ষ বিরোধীদের
তবে বাড়ি বাড়ি জনসংযোগ কার্যত করে উঠতে পারেননি তৃণমূল নেতারা। এদিন এলাকার উন্নয়নের সমস্যার বিষয়ে খোঁজ নিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে রাজবংশী কালচারাল অ্যাকাডেমীর ভবনের কাজ থমকে যাওয়ার অভিযোগ পান দিদির দুতেরা। সেই ঘটনায় দিদির দূতের প্রতিনিধিদের অভিযোগ পেয়ে ব্লক আধিকারিক ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।

Didir Doot : ‘দলীয় কর্মসূচিতে ডাকা হয় না…’, ক্ষোভের মুখে খোদ তৃণমূল বিধায়ক
ঘটনাস্থলে দিদির দুতেদের কাছ থেকে অভিযোগের বিবরণ জানতে পেরে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে কারন জানতে চান জেলাশাসক। কাজের ঢিলেমির জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থাকে বাদ দেওয়া কথাও আলোচনা করেন জেলাশাসক। কয়েক মাসের মধ্যে রাজবংশী কালচারাল অ্যাকাডেমির কাজ শেষ করার আশ্বাস দেন তিনি।

Didir Doot : ‘আপনারা তো ভাগাড়ে থাকেন…!’ বেহাল রাস্তার জন্য বিয়ে বন্ধ গ্রামে, বিধায়কের সামনে ক্ষোভ গ্রামবাসীদের
জানা গিয়েছে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটা করে আলিপুরদুয়ার বীরপাড়া এলাকায় রাজবংশী কালচারাল অ্যাকাডেমির ভিত্তি স্থাপন অনুষ্ঠান আয়োজিত হয়। তৎকালীন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং রাজবংশী সম্প্রদায়ের নেতা বংশী বদন সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজবংশী কালচারাল অ্যাকাডেমির ভবনের ভিত্তি স্থাপন করেন।

Goutam Deb : ‘প্রতিটি বুথে ৫০ শতাংশ ভোট সুনিশ্চিত করাই লক্ষ্য’, মন্তব্য সদ্য দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গৌতম দেবের
জানা গিয়েছে, ৮৪ লাখ টাকা ব্যয়ে ওই ভবন তৈরি করার কথা। কিন্তু সেই সময় রাজবংশী কালচারাল অ্যাকাডেমির নতুন ভবনের ন্যূনতম অংশ কাজ শুরু করার পর বরাত পাওয়ার ঠিকাদারের আর কোনও খোঁজ মেলেনি। এই বিষয়ে রাজবংশী কালচারাল ও ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ সদস্য তথা তৃণমূলের আলিপুরদুয়ার ১ ব্লক সভাপতি পীযুষ কান্তি রায় বলেন, “প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে এই অ্যাকাডেমির কাজ থমকে রয়েছে।

Didir Suraksha Kawach : নিম্নমানের রেশন সামগ্রী বিতরণ, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে মন্ত্রী
খবর পেয়ে ঘটনাস্থলে এসে জেলাশাসক উপস্থিত থেকে অবিলম্বে সেই ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন”। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা BJP-র সাধারণ সম্পাদক মিঠু দাস অভিযোগ করে বলেন, “রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলবন্দি। বারংবার তৃণমূল নেতৃত্বরা এলাকার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েছেন। তাই এদিন আলিপুরদুয়ার বীরপাড়া পরোরপাড় এলাকায় দিদির দূতেরা স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তেই জেলাশাসকের দ্বারস্থ হন।

সরকারি আমলাদের কাজে লাগিয়ে এখন নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া তৃণমূল। এদিনও ক্ষোভের মুখে পড়ে জেলাশাসক ও সরকারি আধিকারিকদের সামনে রেখে এলাকাবাসীদের ভুল বোঝানোর চেষ্টা করেছে তৃণমূল। মানুষ তাদের সমস্ত চক্রান্ত বুঝে গেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সাধারণ নাগরিকরা তাদের ক্ষোভ প্রকাশ করবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *