Howrah News : বালি তুলতে বাধা পুলিশের! রুটিরুজি হারিয়ে আন্দোলনে নৌকাজীবী শ্রমিক ইউনিয়ন – police prevented sand lifting on rupnarayan river shyampur boat workers union in movement


West Bengal News : রূপনারায়ণ নদী থেকে সাদা বালি তুলে জীবিকা নির্বাহ ও সংসার চালান বেশ কিছু মানুষ। যদিও অভিযোগ, এর জন্য অনেক খেসারত দিতে হচ্ছে নদী তীরবর্তী এলাকার এই মানুষদের। দীর্ঘ কয়েক মাস ধরেই রূপনারায়ণ নদী থেকে সাদা বালি তোলা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন শ্যামপুরের পাঁচসেরা গ্রামের কয়েকশো পরিবার।

HS Exam 2023: নকলের কথা পরীক্ষককে জানানোয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম মার দুই ছাত্রীর
সমস্যা সমাধানে একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করেও কোনও সমস্যার সমাধান না হওয়ায় এবার আন্দোলনে নামল নৌকাজীবী শ্রমিক ইউনিয়ন।
নৌকাজীবী শ্রমিকদের উপর প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে এই অভিযোগ করে পশ্চিমবঙ্গ নৌকাজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রূপনারায়ণ ও হুগলি নদীর সংযোগস্থল থেকে মঙ্গলবার নৌকা মিছিল করা হয়। মঙ্গলবার সকালে হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া থেকে দশটা নৌকায় চেপে নৌকাজীবী শ্রমিকরা নদীপক্ষে মিছিলের সূচনা করেন।

CITU অনুমোদিত পশ্চিমবঙ্গ নৌকাজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী বলেন, “গরীব নৌকাজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঝ নদীতে গিয়ে সাদা বালি তুলে জীবনাধারন করে থাকেন।” উত্তম আরও বলেন, “নৌকাজীবীদের সাদা বালি তোলার ফলে নদীর গভীরতা বৃদ্ধি পায়। নদী থেকে যে সাদা বালি ওঠে তা নির্মিয়মান বাড়ীতে খুবই প্রয়োজন।”

Uluberia Municipality : লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, তৈরি হচ্ছে ১৩টি আরবান হেলথ ওয়েলনেস সেন্টার
তিনি এই নৌকাজীবীদের সমাজবন্ধু বলে আখ্যায়িত করেন। অথচ মাঝ নদীতে মাছ ধরতে যাওয়া এবং সাদা বালি তোলার সময় পুলিশ ও প্রশাসনের লোকজন এইসব নৌকাজীবীদের ধরপাকড় করছে। ফলে সমস্যায় পড়ছেন এইসব মানুষগুলো। অন্যদিকে নৌকাজীবীদের বক্তব্য পূর্ব পুরুষের সময় থেকে তারা নদী থেকে সাদা বালি তুলে জীবিকা নির্বাহ করে আসছে।

যদিও বর্তমানে পুলিশ প্রশাসন সেই কাজে তাদের বাধা দিচ্ছে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ফলে সাদা বালি তোলা বন্ধ হওয়ার ফলে একদিকে যেমন সংসার চালানো সমস্যা হচ্ছে, অন্যদিকে সেইরকম রোদ জলে নৌকা নষ্ট হচ্ছে। অবিলম্বে রয়ালটি নিয়ে নদী থেকে সাদা বালি তুলতে দেওয়ার দাবি জানান নৌকাজীবীরা।

Dooars Resort : ডুয়ার্সে বেআইনি রিসর্ট নির্মাণের অভিযোগ, জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বিক্ষোভ BJP-র
এই বিষয়ে উক্ত গ্রামের এক নৌকাজীবী বলেন, “এটা আমাদের আজকের পেশা না। যুগ যুগ ধরে এই পেশার সঙ্গে যুক্ত আমরা। আমাদের পূর্বপুরুষদের থেকেই আমাদের এই পেশাতে আসা। কিন্তু বেশ কয়েকমাস ধরে হঠাৎ করে আমাদের ওপর পুলিশি জুলুম বেড়ে গিয়েছে। বালি তুলতে গেলে আমাদের ধরছে, এমনকি মারধরও করা হচ্ছে। এভাবে চললে আমাদের সংসার চলবে কি করে? সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করা হোক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *