Jalpaiguri News: ‘এবার ব্যবসা করব…’, নতুন লক্ষ্যে এগোচ্ছেন নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানো গ্রুপ সি চাকুরে প্রণব – pranab roy who lost his job in group c recruitment scam says he is leading a happy marriage life


গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় ৮৪২ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই নির্দেশেই বিয়ের ঠিক পরের দিনই চাকরি গিয়েছিল জলপাইগুড়ির রাজডাঙা পিএম উচ্চ বিদ্যালয়ের ক্লার্ক প্রণব রায়ের। ফুলশয্যার আগেই সরকারি চাকরি হারাতে হয়েছিল তাঁকে। আর এই নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমতো ঠাট্টার ঢেউ উঠেছিল।

Recruitment Scam : ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি গিয়েছে, বুদ্ধি-মেধা যায়নি!’ ফুলশয্যার আগে ‘বেকার’ হয়েও কামব্যাকে কনফিডেন্ট প্রণব
নেটিজেনদের একাংশ তাঁর বিবাহ টিকবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এই ঘটনার পর পার হয়েছে এক পক্ষকাল। এখন কেমন আছেন প্রণব?
সোমবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘এই সময় ডিজিটাল’-কে বলেন, “আমরা ভালোই আছি। বিয়ের পর শ্বশুরবাড়িও ঘুরে এসেছি কয়েক দিনের জন্য। পারিবারিক জীবন ভালোই কাটছে।” নতুন সম্পর্ক নিয়ে বেশ খুশি প্রণব।

Group C Recruitment Scam : ‘১০ বছরের প্রেম, বউ ছেড়ে যাবে না’, আত্মবিশ্বাসী ফুলশয্যার আগে চাকরি হারানো প্রণব
অন্যদিকে, আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তাঁর। আইনি লড়াই লড়ার কথা চিন্তা করছেন তিনি? এই প্রশ্নের জবাবে প্রণব জানান, তিনি নিজে নতুন করে আদালতের দ্বারস্থ হতে চান না। পরিবর্তে ব্যবসা করার কথা ভাবছেন তিনি। প্রণব বলেন, “কী ব্যবসা করব এখনও ঠিক করিনি। তবে ভেবেছি নিজের কিছু একটা শুরু করব।”

ট্রোলদের সপাট জবাব আগেই দিয়েছিলেন তিনি। প্রণব বলেছিলেন, “চাকরি আমার গিয়েছে। যা অভিযোগ করার, যা সমালোচনা করার আমাকে নিয়ে করুন। আমার পরিবারকে কেন টানা হচ্ছে? তাঁদের ছবি প্রকাশ করা হচ্ছে। বিষয়টি একেবারে অনুচিত।” তিনি আরও বলেছিলেন, “বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে আমার চাকরি গিয়েছে। কিন্তু, আমার মেধা-ট্যালেন্ট হারিয়ে যায়নি।”

SSC Scam : দুর্নীতির অভিযোগে ফুলশয্যার আগে গিয়েছে চাকরি, ব‌উভাতে যাওয়া নিয়ে দোটানায় ‘প্রাক্তন’ সহকর্মীরা
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে। গ্রুপ ডি-র পর গ্রুপ সি মামলাতেও নিয়োগে অনিয়ম থাকার জন্য একাধিক ব্যক্তির চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময়ই প্রণব রায়ের চাকরি হারানোর খবর সামনে আসে। নেটিজেনদের একাংশ কটাক্ষ করে, “সরকারি চাকরিওয়ালা জামাই হবে ভেবেছিলেন শ্বশুরবাড়ির লোকজন। বিয়েটা টিকবে তো?”

যদিও এই যাবতীয় ট্রোলদের জবাব দিয়ে প্রণব দাবি করেছিলেন, তাঁদের দশ বছরের প্রেম। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। যেই সময় তাঁরা প্রেম করতে তখন সরকারি চাকরি পাননি প্রণব। ফলে চাকরি থাকা বা যাওয়ায় তাঁর ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছিলেন তিনি।

Calcutta High Court: এবার গ্রুপ সি, ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এখানেই শেষ নয়, গ্রুপ সি-র চাকরিতে চাপের তুলনায় বেতন অনেক কম এবং তা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলেও দাবি করেছিলেন প্রণব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *