Jalpaiguri News : যুবতীকে হত্যার পর প্রমাণ লোপাটের চেষ্টা, তবুও হল না শেষরক্ষা – police recovered mobile and dress of young lady murdered by her fiance in jalpaiguri


West Bengal News : জলপাইগুড়ির রাজগঞ্জের যুবতী হত্যাকাণ্ডের ঘটনায় তল্লাশি চালিয়ে যুবতীর মোবাইল ও ওড়না উদ্ধার করল পুলিশ। রাজগঞ্জের নাকুগছে বাড়ির পাশের পুকুর থেকে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনার পর আজ সেই পুকুরে তল্লাশি চালিয়ে পুলিশ মৃত যুবতির মোবাইল ও ওড়না উদ্ধার করে। যুবতী হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হবু বর মমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ এদিন তল্লাশি চালায়।

রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের নকুগজ গ্রামে যুবতী হত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গত শুক্রবার। অভিযোগ, সেদিন রাত আনুমানিক ১০টা নাগাত আব্দুল আজিজের মেয়ে নাছিমা খাতুনকে ফোন করে ডেকে নিয়ে যায় তার হবু স্বামী রাজগঞ্জ ব্লকের গড়ালবাড়ির বাসিন্দা মমিনুল ইসলাম৷ এর পরে থেকে মেয়ের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

Purulia News : পুরুলিয়ায় স্বামীকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়েও হল না শেষ রক্ষা, নেপথ্যে কি পরকীয়া?
শুক্রবার সারারাত খোঁজ চালানোর পর শনিবার নাছিমার বাড়ির পাশে একটি পুকুর থেকে নাছিমার মৃতদেহ উদ্ধার হয়৷ পরিবারের দাবি, নাছিমা ও মমিনুল ইসলামের মধ্যে সেই রাতে ব্যাপক বাদানুবাদ হয়৷ এর থেকে অনুমান নাছিমাকে প্রাণে মেরে দেয় মমিনুল। প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় সে বলে দাবি।

পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেফতার করেছে৷ পুলিশ অভিযুক্ত মমিনুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার পর জানতে পারে পুকুরে মৃতার মোবাইল ও ওড়না ফেলে দেওয়া আছে। আজ মৃতার বাড়িতে পাশে পুকুরে তল্লাশি চালানো হয়।

Tiljala News: তিনজলায় নাবালিকা খুনের ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি! পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন
রাজগঞ্জ থানার পুলিশ ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। এরপর পুকুর থেকে উদ্ধার হয় যুবতীর মোবাইল ফোন ও ওড়না। যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকেই টাকার জন্য যুবতীর পরিবারের উপর নানাভাবে চাপ সৃষ্টি করছিল অভিযুক্ত যুবক।

সেই টাকা দিতে রাজি ছিল না যুবতীর পরিবার। প্রতিহিংসার বশেই অভিযুক্ত যুবক তাঁদের মেয়েকে খুন করে দিয়েছে বলে দাবি পরিবারের সদস্যের। পুলিশি জেরার খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত যুবক।

Kakdwip Case: প্রেমিকাকে হোটেলে এনে নৃশংসভাবে কুপিয়ে খুন, ফাঁসির সাজা শোনাল কাকদ্বীপ আদালত
যুবতীকে হত্যার ঘটনা জানাজানি হতেই গত রবিবার অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ (Road Block) করেন স্থানীয় গ্রামবাসীরা। এলাকার ছোট থেকে বড় সকলেই হাতে পোস্টার, ব্যানার নিয়ে অবরোধে শামিল হন। অভিযুক্তের ‘ফাঁসি চাই’ বলে জোরালো দাবি জানান স্থানীয় বাসিন্দারা। আজ
মৃতার দাদা বলেন, “আমরা মমিনুলের ফাঁসির দাবি জানাচ্ছি। যে আমার বোনকে প্রাণে মারল, তার কঠোর সাজা চাই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *