জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপ (FIFA World Cup 2022) জেতার পর থেকেই লিওনেল মেসির (Lionel Messi) সময়টা দারুণ কাটছে। বিশ্বকাপ জয়ের পর পানামার (Panama) বিরুদ্ধে প্রথম ম্যাচেই রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন তিনি। সেই ম্যাচে ফ্রি কিক থেকে বিপক্ষের জালে বল জড়িয়েছিলেন। সেটা ছিল আর্জেন্টিনার (Argentina) মহাতারকার কেরিয়ারের ৮০০তম গোল। এরপর মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (Argentina Football Federation)।
উচ্ছ্বাসের এই আবহেই বুধবার অর্থাৎ ২৯ মার্চ আরও একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কুরাকাও-এর (Curacao) বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। ভারতীয় সময় বুধবার ভোর ৫টা নাগাদ ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে আর একটি গোল করলেই, জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে শততম গোল করার নজির গড়বেন ‘এল এম টেন’ (LM 10)। এই মুহূর্তে ১৭৩টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল ৯৯টি। ৫৬টি গোল করে দ্বিতীয়স্থানে রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা (Gabriel Batistuta)। আর্জেন্টিনার জার্সিতে মেসির অভিষেক হয়েছিল ২০০৫ সালে। তিনি প্রথম গোল করেন ষষ্ঠ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ১০৭ নম্বর ম্যাচে ৫০তম গোল করেন তিনি। ২০১৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বে সেবার প্রতিপক্ষ ছিল বলিভিয়া। বয়স যত বেড়েছে তাঁর গোলের প্রতি খিদেও বেড়েছে। তাই পরবর্তী ৬৬ ম্যাচে মেসির গোল ৪৯টি। এমন প্রেক্ষাপটে মেসি ভক্তদের মনে একটাই প্রশ্ন, কুরাকাও-এর বিরুদ্ধে মেসি কি রেকর্ড গড়তে পারবেন?
আরও পড়ুন: Lionel Messi: বিরাট সম্মান! পেলে-মারাদোনার পাশে জায়গা করে নিলেন বিশ্ব ফুটবলের ‘শাসক’ মেসি
আরও পড়ুন: Lionel Messi: কোন তিন শর্ত মানলে বার্সেলোনায় ফিরতে পারেন ‘এল এম টেন’? জেনে নিন
মেসির কীর্তির মতো আলোচনায় রয়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কুরাকাওকে নিয়েও। কোনওদিন বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলটা একেবারে হেলাফেলার নয়। ফিফা তালিকায় এই মুহূর্তে কুরাকাও রয়েছেন ৮৬ নম্বরে। একটা সময় এই দলটা উঠে এসেছিল ৬৫-তে। দক্ষিণ ক্যারিবিয়ান সাগর ও ডাচ-ক্যারিবিয়ান অঞ্চলের এই দ্বীপদেশের আয়তন মাত্র ৪৪৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় দেড় লাখ। ১৯৫৪ থেকে ২০১০ পর্যন্ত তারা ছিল নেদারল্যান্ডস এন্টিলিসের অংশ। ২০১০ সালে এন্টিলিস বিলুপ্তির পর থেকে দেশ হিসেবে পরিচিত কুরাকাও। ২০১১ সালে ফিফার সদস্যপদ পাওয়া দেশটি পারবে কি আর্জেন্টিনাকে চাপে রাখতে পারবে? সেটাও কিন্তু দেখার বিষয়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)