Madhyamgram Municipality : রাতের অন্ধকারে জলাশয় ঘেরার অভিযোগ মধ্যমগ্রামে! শহরতলিতে সক্রিয় প্রোমোটাররাজ – famous kolkata construction company allegedly encroaching land in madhyamgram


West bengal News: চলছে প্রোমোটাররাজ, চারদিকে শুধু গজিয়ে উঠছে একের পর এক বহুতল। কলকাতার নামী-দামি নির্মাণ সংস্থা এখন উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রামে কমপ্লেক্স তৈরি করছে। খোলামেলা পরিবেশ দিনের পর দিন কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। বহুতল তৈরি করার জন্য জলাশয় দখলের অভিযোগ এক নামী নির্মাণ সংস্থার বিরুদ্ধে। মধ্যমগ্রামে দোলতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। জলাশয়ের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে ওই নির্মাণ সংস্থার বিরুদ্ধে।Rabindra Nath Ghosh : জমি মাফিয়াদের দীঘি দখলের চেষ্টা! দখলদারদের উচ্ছেদ করলেন রবীন্দ্রনাথ ঘোষ
সেই জমি দখল বন্ধ করতে মঙ্গলবার বিকেলে হস্তক্ষেপ করল পুরসভা। মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান, BLRO, SDLRO সহ পুরসভার আধিকারিকরা গিয়ে সমস্ত জমি মাপজোক করেন। মেপে দেখার পর তারা জানিয়ে দেন যে জমিটি অবৈধভাবে দখল করার চেষ্টা চলছে। এমনকী গোটা জমির একটি অংশ সরকারি মালিকানাধীন বলে জানা গিয়েছে।

Uttar 24 Pargana : বেআইনি ভাবে জলাভূমি ভরাটের অভিযোগ, দল বেঁধে রুখলেন স্থানীয়রা!
পুরসভা ও স্থানীয় সূত্রে খবর কলকাতার নামি একটি নির্মাণ সংস্থা ওই জমি দখল করেছে। সব মিলিয়ে মোট ১ বিঘা ২ কাঠা জমি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে ওই সংস্থাকে সতর্ক করা হলেও কোনও এক অজানা কারণে তাঁরা কারও কোনও বাধা মানছে না। এমনকী রাতের অন্ধকারে গোটা জমিকে ঘিরে ফেলা হচ্ছে। সামনেই একটি প্রাইমারি স্কুল রয়েছে, সেই বিদ্যালয়ের পরিবেশও নষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের তরফে পুরসভাকে অভিযোগ জাননো হয়। বাসিন্দাদের অভিযোগ পেয়ে সেইমতো সেই নির্মাণ সংস্থাকে সতর্কতা করা হয়েছিল। কিন্তু সংস্থা পুরসভার সতর্কতা অগ্রাহ্য করে অবৈধ ভাবে জমি ঘেরাও করেছে। মঙ্গলবার পুরপ্রধান নিমাই ঘোষ ও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে নির্মাণ সংস্থাকে আরও একবার এই জমি খালি করে দিতে বলা হবে। সংস্থা যদি পুরসভার নির্দেশ অমান্য করে, কবে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

Cooch Behar Municipality : রবীন্দ্রনাথকে ঘিরে তুমল বিক্ষোভ, ‘স্বাভাবিক ঘটনা’ প্রতিক্রিয়া সুকুমার রায়ের
এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, “আমরা দখলদারির অভিযোগ পেয়ে এখানে এসেছি। যাঁরা বেআইনিভাবে রাতের অন্ধকারে এই জমি ঘিরেছে, তাঁদের আমার শুনানির জন্য ডেকেছিলাম। আমরা বলেছিলাম জমি ডিমার্কেশন করতে। কোনও অনুমোদন ছাড়াই জমি ঘিরে দেওয়া হয়েছে। যেহেতু ওনারা আইনি পথে গিয়েছেন, আমরা ওনাদের অবগত করেছিলাম। আমরা দফতরগতভাবে মাপতে এসেছি। ২ কাঠার উপর জমি ঘিরে রেখেছে। আমরা প্রশাসনকে যা বলার বলব। আমাদের পুরসভা কখনও পুকুর ভরাট করতে দেব না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *