Mamata Banerjee : ‘আগে সব রাস্তা ছিল ঢেউ খেলানো…মাছ চাষ করা যেত’, সিঙ্গুরে রাস্তাশ্রী-পথশ্রীর উদ্বোধনের পর মন্তব্য মমতার – cm mamata banerjee inaugurated roads in hooghly singur


পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় তৈরি হওয়া রাস্তার উদ্বোধনে হুগলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিঙ্গুর থেকে ১২ হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখার সময় ফের প্রাপ্য টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মমতা। তিনি বলেন, “এক পয়সা না দেওয়া সত্ত্বেও আমরা ১০০ দিনের মধ্যে ২৬ দিনের কাজ করিয়ে দিয়েছি। শুধু ছবি লাগালে হয় না, বুদ্ধি খরচ করে কাজ করতে হয়। ২০১১ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর গোটা রাজ্যে ৩০ হাজার কিলোমিটার রাস্তা ছিল। সেই রাস্তা ছিল ঢেউ খেলানো, রাস্তায় মাছের চাষ করা যেত। আমাদের সরকার ১ লাখ কিলোমিটার রাস্তা তৈরি করেছি।”

Mamata Banerjee : ‘অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশ থেকে টিম পরিদর্শনে আসছে’, রাষ্ট্রপতিকে বাংলার সাফল্য জানালেন মমতা
মমতা বলেন, “অনেক সময় রাস্তা তৈরি করলেও, বড় ট্রাক গ্রামের রাস্তা দিয়ে চলাচলা করে। সেই কারণে রাস্তা ভেঙে যায়। গ্রামবাসীরা বড় ট্রাক গ্রামের রাস্তা ঢুকতে দেবেন না। ছোটো গাড়ি বা অন্যন্য গাড়ি চলাচল করলে কোনও সমস্যা নেই। কিন্তু, মালবাহী ট্রাকের জন্য বড় রাস্তা রয়েছে। গ্রামের রাস্তা কোনওভাবে যেন না ভাঙে। রাস্তা তৈরি, রক্ষণাবেক্ষণের জন্য আমরা পুরস্কার পেয়েছি। গ্রাম বাংলার চেহারা পালটে গিয়েছে।”

রাস্তা নিয়ে কথা বলতে গিয়ে নিজের ছোটবেলার স্মৃতিও রোমন্থন করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “ছোটোবেলায় পরীক্ষার ছুটির পর একমাস গ্রামে গিয়ে থাকতাম। তখন দেখতাম যে গ্রামের রাস্তা গুলোর কী অবস্থা, বড় বড় গর্ত, ঢেউ খেলানো। এখন সেই গ্রামে এসে দেখি কী সুন্দর রাস্তা।”

Droupadi Murmu In Kolkata : শহরে পা রেখেই নেতাজি ভবন-জোড়াসাঁকো পরিদর্শনে রাষ্ট্রপতি, উষ্ণ অভ্যর্থনা মুখ্যমন্ত্রীর
সিঙ্গুর নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী নেত্রী থাকাকালীর মমতার আন্দোলনে গোটা দেশে পরিচিতি পেয়ছিল সিঙ্গুর। সেই প্রসঙ্গও এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়। মমতা বলেন, “এই সেই সিঙ্গুর, যেখানে জমি ফেরানো নিয়ে ২৬ দিন আমরণ অনশন করেছিলাম জল পর্যন্ত না খেয়ে। এই সেই সিঙ্গুর যেখানে তাপসী মালিককে পুড়িয়ে মারা হয়েছিল। এখানে আমার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছি। আমরা কথা দিয়েছিলাম, কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে।”

সিঙ্গুরে মমতার আন্দোলনের জন্য গুজরাটে চলে গিয়েছিল টাটাদের ন্যানো কারখানা। তারপর থেকে মমতাকে ‘শিল্প বিরোধী’ হিসেবে তুলে ধরার চেষ্টা করে চলেছে বিরোধীরা। সেখানেই এবার ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কথা জানিয়েছেন করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আট একর জমিতে ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয় করে এই পার্ক তৈরি হবে, এবং কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *