Nadia Bomb Recovery : নদিয়ায় বাঁশ বাগান থেকে ১০ টি বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায় – nadia village 10 bombs recovered


West Bengal News : পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র কার্তুজ ও বোমা। যার পরিমাণ বিপুল। পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হচ্ছে এগুলি। এবার আবারও বোমা আতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজ্যে। এবার বোমা উদ্ধার হয়েছে নদীয়া জেলার নাকাশিপাড়ার ধনঞ্জয়পুরে। ওই এলাকার একটি বাঁশ বাগানে রাখা ছিল একাধিক বোমা।

Birbhum Bomb Recovery : নানুরে ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধার, আতঙ্ক এলাকায়
গোপন সূত্রে খবর পায় নাকাশিপাড়া থানা পুলিশ। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখে প্রায় দশটি তাজা বোমা পড়ে রয়েছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। ঘটনাস্থল থেকে বালতি করে তাজা বোমা গুলি উদ্ধার করা হয়। স্বভাবতই বাঁশ বাগানের ভেতর থেকে একসঙ্গে এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক সৃষ্টি হয় গোটা গ্রামে।

Murshidabad News : বিকট শব্দে কেঁপে উঠল বহরমপুরের পাকুরিয়া! ঘটনাস্থলে উদ্ধার বোমা, আতঙ্ক এলাকায়
অন্যদিকে কি কারনে বোমা গুলি বাঁশ বাগানে মজুত করা হয়েছিল আর এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তার দ্রুত তদন্ত শুরু করেছে নাকাশি পাড়া থানার পুলিশ। এই বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আঙুল তুলেছেন বাইরের দুষ্কৃতীদের দিকে। এক গ্রামবাসী বলেন, “বাইরের দুষ্কৃতীরা স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে মিশেই এখানে বোমা গুলি মজুদ করার প্রচেষ্টা চালিয়েছে। আমরা কেউ দেখিনি এই বোমা কারা আর কখন মজুত করেছে। তবে এটুকু বলতে পারি আমাদের এই এলাকায় কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। তাই আমাদের ধারনা এর পিছনে বাইরের লোকরাই জড়িত। সঙ্গে স্থানীয় কিছু দুষ্কৃতীর যোগ থাকতে পারে”।

Birbhum News : গাছের ডালেই ঝুড়ি বেঁধে রাখা ফল-জল, দলছুট বাঁদরের পাশে এলাকাবাসী
সামনেই আসছে পঞ্চায়েত ভোট। সেই কারনেই কি এই বোমা মজুত করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরে এক গ্রামবাসী জানান, “আমাদের এদিকে রাজনৈতিক হানাহানি খুব একটা নেই। তাই এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ আছে কিনা বলা মুশকিল। তবে ঘটনাটি একেবারে উড়িয়ে দেওয়ার মতন নয়”।

TMC BJP Clash : তৃণমূল ও BJP-র সংঘর্ষের জেরে বোমাবাজি, ধুন্ধুমার কাণ্ড ময়নায়
রাজ্যে বেশ কয়েকমাসে প্রচুর তাজা বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর এর বেশিরভাগই উদ্ধার হয়েছে রাজনৈতিক হিংসা কবলিত বীরভূম ও মুর্শিদাবাদ জেলা থেকে। কিন্তু নদিয়া জেলা থেকে এই ধরনের তাজা বোমা উদ্ধারের ঘটনা বিরল।

তাহলে কি এবার পঞ্চায়েত ভোটের উত্তাপ ও রাজনৈতিক হানাহানি নদিয়া জেলাকেও গ্রাস করতে চলেছে? এই প্রশ্ন উঠছে জেলা জুড়ে। যদিও যে কোনও রকমের হিংসাকে রুখতে বদ্ধপরিকর পুলিশ, একথা জানিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে জেলা পুলিশের তরফ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *