PF Interest Alert: জানিয়ে দেওয়া হল নতুন সুদের হার! জেনে নিন প্রভিডেন্ট ফান্ডে কত বাড়বে আপনার টাকা?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবসর তহবিল সংস্থা EPFO ​​মঙ্গলবার তাদের সভায় ২০২২-২৩-এর জন্য কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল (EPF) আমানতের উপর ৮.১৫ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে। ২০২২ সালের মার্চ মাসে, EPFO ​২০২১-২২ এর জন্য EPF-এর উপর সুদ কমিয়ে দেয়। প্রায় পাঁচ কোটি গ্রাহকের জন্য ৮.১ শতাংশ সুদ নির্ধারন করে তাঁরা যা গত চার দশকেরও বেশি সব থেকে কম।এই সুদের হার ২০২০-২১ সালে ছিল ৮.৫ শতাংশ।

১৯৭৭-৭৮ সালের পর এটাই ছিল সর্বনিম্ন সুদের হার। ১৯৭৭-৭৮ সালে EPF সুদের হার ছিল ৮ শতাংশে দাঁড়িয়েছিল।

সূত্র মারফত জানা গিয়েছে, ‘কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) মঙ্গলবার তার সভায় ২০২২-২৩ এর জন্য EPF-এ ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে’।

আরও পড়ুন: Chaiti Chhath Puja: চলছে চৈতি ছট! সূর্য যেন চিরকাল এ বিশ্বে বইয়ে দেয় জীবনের স্রোত…

২০২০-২১ এর জন্য EPF আমানতের উপর ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়ার জন্য ২০২১ সালের মার্চ মাসে CBT সিদ্ধান্ত নেয়।

CBT-এর সিদ্ধান্তের পরে, ২০২২-২৩-এর জন্য EPF আমানতের সুদের হারের বিষয়ে সম্মতির জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে।

সরকারের অনুমোদনের পরে, ২০২২-২৩-এর জন্য EPF-এর সুদের হার EPFO-এর পাঁচ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। অর্থ মন্ত্রকের মাধ্যমে সরকার অনুমোদন দেওয়ার পরেই EPFO ​নির্দিষ্ট হারে ​সুদ প্রদান করে।

আরও পড়ুন: Revati Nakshtra: রেবতী নক্ষত্রে ২ বড় গ্রহের প্রবেশ, এই ভাগ্যবান রাশির জীবনে হঠাৎ হবে অর্থের বৃষ্টি!

২০২০ সালের মার্চ মাসে প্রভেডেন্ট ফান্দ আমানতের উপরে সুদ কমিয়ে দেয়। এই সুদের হার ২০১৮-১৯ সালে ছিল ৮.৬৫ শতাংশ যা ২০১৯-২০ সালে হয় ৮.৫ শতাংশ। ২০১৫-১৬ সালে সুদের হার ছিল ৮.৮ শতাংশ।

অবসর তহবিল সংস্থাটি ২০১৩-১৪ এর পাশাপাশি ২০১৪-১৫ সালে ৮.৭৫ শতাংশ হারে সুদ দিয়েছে, যা ২০১২-১৩-এর ৮.৫ শতাংশের তুলনায় বেশি।

২০১১-১২ সালে সুদের হার ছিল ৮.২৫ শতাংশ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *