বেলুড়মঠে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূল মন্দির, মা সারদা দেবীর মন্দির সহ স্বামীজি ও ব্রহ্মান্দজীর মন্দির পরিদর্শন করেন তিনি। পাশাপাশি অধ্যক্ষ মহারাজের সঙ্গেও কথা বলেন দ্রৌপদী মুর্মু।
বেলুড় মঠের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পূজার ফুল,প্রসাদ, মা সারদা দেবীর পূজিত সাল,শাড়ি। এছাড়াও ঠাকুর মা এবং স্বামীজীর উপর লেখা বই, মঠের পক্ষ থেকে বেশ কিছু স্মারক, ফল ও শাল উপহারস্বরূপ তুলে দেওয়া হয়েছে। ৯টা বেজে ১৭ মিনিটে বেলুড় ছেড়ে বেড়ি যান রাষ্ট্রপতি।
এদিন বেলুড় মঠ দর্শন ছাড়াও তাঁর কলকাতা ও শান্তিনিকেতনে আরও দুটি অনুষ্ঠান রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে সড়ক পথেই বেলুড়ে আসবেন রাষ্ট্রপতি। তাঁর এই যাত্রাপথকে নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সমগ্র যাত্রাপথ। বালির সমগ্র জিটি রোডের দু’পাশে দেওয়া হয়েছে বাঁশ ও শালখুঁটি দিয়ে শক্তপোক্ত ব্যারিকেড।
প্রসঙ্গত, রাষ্ট্রপতির সফর উপলক্ষে বালির নিমতলা থেকে বেলুড় মঠ পর্যন্ত সমগ্র জিটি রোডের দু’পাশে দেওয়া হয়েছে বাঁশ ও শালখুঁটি দিয়ে শক্তপোক্ত ব্যারিকেড। জিটি রোড থেকে বেলুড় মঠের মূল প্রবেশদ্বার পর্যন্ত ফুটপাথও শক্ত শালখুঁটি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
এদিন বেলুড় মঠের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় মঙ্গলবার সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত রাষ্ট্রপতির সেখানে থাকাকালীন সময়ে দর্শক ও ভক্তবৃন্দের প্রবেশে নিষেধ। উল্লেখ্য, এদিন সকালে সড়কপথেই রাষ্ট্রপতির কনভয় এসে পৌঁছায় বেলুড় মঠে।