Raiganj Medical College Hospital : সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেও দালালরাজ! রক্তের জন্য ৩ হাজার টাকার দাবি, তারপর… – two person arrested for extorting money for blood in raiganj medical college hospital


West Bengal Local News: ফের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দালাল চক্রের হদিশ। অর্থের বিনিময়ে রক্ত দিতে এসে হাতে নাতে ধরা পড়ল দুই ব্যক্তি। সোমবার রাত থেকে এই ঘটনাকে ঘিরে শোরগোল পরে যায় হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, হরিরামপুরের বাসিন্দা প্রতিমা রায় শারীরিক অসুস্থতার কারণে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

চিকিৎসার জন্য তাঁর O+ গ্রুপের রক্তের প্রয়োজন রয়েছে। অসুস্থ মহিলার আত্মীয় পরিচয়ে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দুই ব্যক্তি রক্ত দিতে এগিয়ে আসে। রক্ত দেওয়ার বিনিময়ে ওই মহিলার পরিবারের থেকে তিন হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির মধ্যে একজন হাসপাতালেরই কর্মী এবং অপরজন বেসরকারি নার্সিংহোমে কর্মরত।

Siliguri Child Trafficking : সদ্যোজাতকে বিক্রি IVF সেন্টারের কর্মীদের! শিশু পাচার চক্রের পর্দাফাঁস শিলিগুড়ি পুলিশের
গোটা ঘটনা হিমাংশু শীল নামে এক সমাজকর্মীকে জানায় রোগীর পরিবার। অভিযুক্তদের ডেকে এনে তাঁদের হাতেনাতে ধরে ফেলা হয়। তখনই তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ধৃতদের নাম হায়দার আলি ও বাবলু আলি। অবিলম্বে সরকারি হাসপাতালে এই দালালচক্র বন্ধের দাবি জানিয়েছেন ওই সমাজকর্মী।

Tamluk Medical College : জলের অভাবে বন্ধ ডায়ালিসিস সহ জরুরি পরিষেবা! চরম সমস্যা তমলুক মেডিক্যাল কলেজ
কৌশিক সাহা নামের অপর এক রোগীর আত্মীয়ের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে। তাঁর বাবা ভর্তি রয়েছেন হাসপাতালে। তিনি জানান, তাঁকেও টাকার বিনিময়ে রক্তের টোপ দেওয়া হয়েছিল। ৩ হাজার টাকা চাওয়া হয়েছিল তার কাছে। কিন্তু তিনি তাঁদের ফাঁদে পা দেননি। হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে বলে দাবি ওই ব্যক্তির।

অন্যদিকে সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য বলেন, “গতকাল রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর রক্তের প্রয়োজন ছিল। গরমের কারণে স্বেচ্ছায় রক্তদান শিবির বন্ধ থাকার কারণে হাসপাতালে বর্তমানে রক্তের ভাঁড়ার প্রায় শূন্য। যাকে হাতিয়ার করে ময়দানে নামছে দালালরা। এক্ষেত্রে কড়া পদক্ষেপ না নিলে এই ধরনের ঘটনা ঘটেই চলবে এবং সাধারণ মানুষের হয়রানি ক্রমেই বাড়বে।”

Alipurduar District Hospital : রোগীদের থেকে টাকা তোলার অভিযোগ! আয়াদের বের করলেন হাসপাতাল সুপার
অন্যদিকে এবিষয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারি সুপার অভীক মাইতি। তিনি বলেন, “এই ঘটনা সোমবার ঘটেছে। আমাদের হাসপাতালের এক অস্থায়ী কর্মীাকে ধরা হয়েছে। রক্ত কেনাবেচা চলছে বলে আগেই আমাদের কাছে খবর এসেছিল। পুলিশের কাছে দু’জনকে তুলে দেওয়া হয়েছে। ব্লাড ব্যাঙ্কের নিরাপত্তার বাড়ানোর কথা বলা হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *