Recruitment Scam : শিক্ষক দুর্নীতির মাঝেই ভুয়ো নিয়োগপত্র নিয়ে মালদা মেডিক্যালে হাজির চাকরিপ্রার্থী! তারপর… – recruitment scam 2 youths presented with fake offer letter then arrested by police in malda medical college


Malda News : নিয়োগ দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। তার মাঝেই হাসপাতালে ভুয়ো নিয়োগপত্র নিয়ে হাজির এক ব্যক্তি। মোবাইল থেকে সেই নিয়োগপত্র খুলে দেখানো হয় কর্তৃপক্ষকে। সন্দেহ হতেই থানায় ফোন করে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে পুলিশের জালে এক প্রতারক। চাঞ্চল্যকর ঘটনা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Murshidabad News : বচসার মাঝেই দর্জিকে এলোপাথাড়ি কাঁচি চালিয়ে খুনের চেষ্টা, সামশেরগঞ্জে গ্রেফতার ১
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের ভুয়ো নিয়োগ পত্র দেখিয়ে মেডিক্যাল কলেজে কাজে যোগদানের ব্যাপারে আবেদন জানিয়েছিল ওই প্রতারক। তবে তদন্তের স্বার্থে দুই ব্যক্তির নাম প্রকাশ্যে আনতে চায়নি পুলিশ। ওই ভুয়ো নিয়োগপত্র কোথা থেকে এল, কীভাবে তৈরি হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Paschim Medinipur : ২ নাবালিকাকে দিয়ে মেটাচ্ছিলেন যৌন লালসা! জানাজানি হতেই শ্রীঘরে প্রতিবেশী দাদু
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুই ব্যক্তি মালদা মেডিক্যাল ও কলেজ হাসপাতালে আসে। হাসপাতালে প্রবেশ করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে জানায় তাদের কাছে নাকি স্বাস্থ্য দফতরের নিয়োগপত্র আছে। তারা কাজে যোগদান করতে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে
সেই নিয়োগ পত্র মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করে ওই দুই ব্যক্তি। এতেই হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়।

Udayan Guha : ‘উদয়ন একজন প্রতারক’, কমল গুহকে নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ RSP
হাসপাতালে গ্রুপ সি পদে চাকরির জন্য ওই দুই ব্যক্তি দাবি করে বলে জানানো হয়েছে। অথচ, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্য দফতর থেকে কোনও নিয়োগ সংক্রান্ত নোটিশ ছিল না। তাতেই সন্দেহ আরও বাড়ে কর্তৃপক্ষের।এরপর মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার পুরঞ্জয় সাহা গোটা বিষয়টি ইংরেজবাজার থানার পুলিশকে জানায়।

BJP In Bengal : নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে দক্ষিণ দমদম পুরসভায় বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! আটক একাধিক
পুলিশ এসে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় ওই দুইজনকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। সেই সূত্র ধরেই একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ এখনও পর্যন্ত কারও নাম প্রকাশ করেনি। জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Paschim Medinipur : কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ, নারায়ণগড়ে গ্রেফতার হোটেল মালিক-কর্মচারী
সরকারি চিকিৎসা কেন্দ্রে গিয়ে এরকমভাবে ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরি দাবি করার ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। এমনিতেই বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তার মাঝেই এরকম ঘটনায় অবাক মালদা হাসপাতাল কর্তৃপক্ষ।

Malda News : স্কুলে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৩
প্রসঙ্গত, মাস খানেক আগেই বর্ধমানের খোসবাগান এলাকায় এক ভুয়ো ডাক্তারের সন্ধান পাওয়া যায়। ভুয়ো ডিগ্রি নিয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ তোলা হয়। সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *