জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুণাল ঘোষের অভিযোগের পালটা সাংবাদিক সম্মেলন করে জবাব দিলেন শতরূপ ঘোষ। সিপিআইএম নেতার স্পষ্ট দাবি, ‘আমার বাবা কার নামে গাড়ি কিনবেন, সেটা কুনাল ঘোষের বাবা ঠিক করবেন না।’ কুণাল ঘোষের অভিযোগ, পার্টি হোলটাইমার হয়ে ২২ লক্ষ টাকার গাড়ি কিনেছেন শতরূপ। সিপিআইএম পার্টির একজন হোলটাইমার হয়ে শতরূপ গাড়ি কেনার জন্য এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে পেলেন? তা নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা।
আরও পড়ুন, Satarup-Kunal: ‘২ লাখের সম্পত্তি, হোলটাইমার হয়ে ২২ লক্ষের গাড়ি!’, কুণালের টার্গেটে শতরূপ
এদিন সাংবাদিক সম্মেলনে শতরূপ বলেন, ”আমার চরম পরিতাপের দিন। আজ জেল খাটা কুণালের কথার জবাব দিতে হচ্ছে। আমি সেই একই শতরূপ ঘোষ। মমতাকে এক সময় গালাগাল দেওয়া কুণাল ঘোষ না। আমার বাবা-মা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক ছিলেন। আমি রসিদ দেখাচ্ছি। আমার এসবিআই ব্যাঙ্কের চেক 251514। আমি আড়াই লাখ টাকার চেক দিয়েছি। বাবার ব্যাঙ্কের চেক থেকে ১৮ লাখ টাকা পেমেন্ট করা হয়।”
গাড়ি কেনার সমস্ত নথি প্রকাশ্যে এনে শতরূপ বলেন, ”আমার বাবার নাম শিবনাথ ঘোষ। ইন্ডিয়ান ব্যাঙ্ক গড়িয়াহাট ব্রাঞ্চের অ্যাকাউন্ট হোল্ডার।২০২২ সালে বাবা একটি ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলেন। যা ২০২৬ সাল পর্যন্ত ভ্যালিড ছিল। তার সমস্ত মিড টার্ম ভেঙে টাকা তোলা হয়। কুণাল ঘোষের বাবার হয়তো নামে-বেনামে অনেক সন্তান। আর আমি আমার বাবার একমাত্র সন্তান। জেলে থাকার সময় ওর মাথায় কেউ মেরেছিল? আমার সখ-আহ্লাদ নিয়ে বেশি ভাববেন না প্লিজ। দরকারে আর্থিক তছরুপ বিভাগে জানান। ঘেউ ঘেউ করবেন না। আপনার দলের অর্ধেক লোক জেলে। এ সব করে আপনার দলের সবাই যে চোর সে কথা ঢাকতে পারবেন না। কুণাল যদি টেস্ট টিউব বেবি না হয়, আশা করি ওরও মা-বাবা আছে। আপনিও পার্থর মতো শখ-আহ্লাদ করুন। জীবন রঙিন করে তুলুন। বিকাশদার সঙ্গে কথা বললাম। আইনি পথ খোলা রেখেছি।”
প্রসঙ্গত, ট্যুইট করে কুণাল অভিযোগ করেন, “২০২১ নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন এককালীন ২২ লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি। এককালীন পেমেন্ট। আবার চাবি দেওয়ার সময়ে রীতিমাফিক ছবি না তুলতে অনুরোধও করা হয়েছে।”