বিনামূল্যে এই কনসার্ট দেখতে পারবেন কারা?
বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন মেয়র জানিয়েছেন, স্টেডিয়ামে লাইফ মেম্বার যারা রয়েছেন তাঁরা অরিজিত সিংয়ের শো’য়ের জন্য একটি পাস পাবেন।
লাইফ মেম্বার কারা?
১৯৮১ সাল নাগাদ স্টেডিয়াম হওয়ার সময় শিলিগুড়ি বহু মানুষ লাইফ টাইম মেম্বারশিপ নিয়েছিলেন। সেসময় লাইফ টাইম মেম্বার শিপের জন্য ৫০০০ হাজার টাকা করে দিয়েছিলেন তাঁরা। সেই লাইফ টাইম মেম্বাররা একটি করে কনসার্টের পাস পাবেন। এছাড়াও এপ্রিলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রূপম ইসলামের একটি শো রয়েছে। সেই অনুষ্ঠানের পাসও পাওয়া যাবে। জানা গিয়েছে, প্রায় ৮০০ এর কাছাকাছি লাইফ টাইম মেম্বার রয়েছে। যদিও এদের মধ্যে অনেকেই বাইরে থাকেন। আবার অনেকে মারা গিয়েছেন।
এদিন মেয়র গৌতম দেব জানান, “তখন যে কমিটি ছিল সেই কমিটি আর নেই। এখন পুরনিগমের অধীনে রয়েছে স্টেডিয়াম। তবুও লাইফ টাইম মেম্বাররা এই পাস পাবেন। এই পাস নিতে হলে সেসময় যে আইডি কার্ড দেওয়া হয়েছিল তাঁর সঙ্গে আধার কার্ড নিয়ে আসতে হবে। তবে যারা মেম্বার তাঁদেরকেই পাস নিতে আসতে হবে। স্টেডিয়ামে অরিজিত সিংয়ের টিকিট যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকে পাস পাওয়া যাবে।” আগামী ৪ এপ্রিল শিলিগুড়িতে কনসার্ট অরিজিত সিংয়ের। ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এপ্রিল মাসের পর থেকেই আর কোনওরকম অনুষ্ঠান স্টেডিয়ামে হবে না। এরপর স্টেডিয়াম মেরামতের কাজ শুরু হয়ে যাবে বলে জানান মেয়র।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৪ এপ্রিল হবে অরিজিৎ সিংয়ের কনসার্ট। সন্ধ্যা ছটা থেকে এই কনসার্ট শুরু হবে। শিলিগুড়িতে বহু বছর এমন ধরনের বড় কনসার্ট হয়নি বলে জানাচ্ছেন শহরবাসী। তার উপর শহরে আসছেন অরিজিৎ সিং। উচ্ছ্বাসে আত্মহারা সংগীত প্রেমীরা।