Asansol News : নামী কোম্পানির স্টিকার সাটিয়ে নকল টিউবের ব্যবসা, গ্রেফতার ১! কড়া পদক্ষেপ পুলিশের – asansol durgapur police commissionerate recovered fake tube and arrest businessman


West Bengal News : গোপন সূত্রে খবর পেয়ে নকল টিউব উদ্ধার আসানসোল পুলিশের। আসানসোল দুর্গাপুর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালিয়ে নকল টিউব উদ্ধার করে পুলিশ। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। একটি নামী কোম্পানির স্টিকার ব্যাবহার করে নকল প্যাকেট তৈরি করে নকল টিউব বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, কুলটি থানার অন্তর্গত বরাকর বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলের দুটি দোকান থেকে বিপুল সংখ্যক টিউব উদ্ধার করা হয়। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আধিকারিকরা বিপুল সংখ্যক ডুপ্লিকেট সিয়েট কোম্পানির টিউব বাজেয়াপ্ত করেছে।

Uttar 24 Pargana : অশোকনগরে খালের ধারে মাটি খুঁড়ে উদ্ধার বধূর দেহ, গ্রেফতার স্বামী
দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে নকল টিউব বিক্রির ব্যাপারে অভিযোগ আসছিল। নামী কোম্পানির লোগো, স্টিকার ব্যাবহার করে চলছিল ব্যবসা। আসানসোলের একাধিক জায়গায় নকল জিনিসের ব্যবসা রমরমিয়ে উঠেছে। সেই সংক্রান্ত অভিযোগ জমা পড়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ -এর কাছেও।

এরপরেই ছক কষেন আধিকারিকরা। যে সমস্ত দোকান থেকে নকল কোম্পানির টিউব বিক্রি হচ্ছে, সে আচমকা হানা দেওয়ার পরিকল্পনা করা হয়। মূলত, দিল্লি থেকে ওই নামী কোম্পানির মালিক নকল টিউব বিক্রির ব্যাপারে অভিযোগ দায়ের করে। তাঁর অভিযোগের ভিত্তিতেই এই অভিযান করা হয়।

নামী কোম্পানির নকল প্যাকেট, লোগো তৈরি করে নকল টায়ার ও টিউব বিক্রি করার অভিযোগ ওঠে। এরপর অভিযান চালিয়ে দোকান মালিককে প্রথমে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

Howrah News : হাওড়ার নর্দমায় পড়ে কাটা হাত! উদ্ধার করে পরীক্ষ করতে মাথায় ‘বাজ’ পুলিশের
প্রসঙ্গত, নকল দ্রব্য বিক্রির বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযান চালাতে দেখা যায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে। এর আগেও উত্তর ২৪ পরগনা জেলায় নামী প্লাইউড প্রস্তুতকারী সংস্থার লোগো ব্যবহার করে নকল প্লাইউড বিক্রির অভিযোগ ওঠে। বেআইনি ব্যবসার অপরাধে এক প্রতারক ব্যবসায়ীকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ

পুলিশ সূত্রে জানা যায়, ওই প্রতারক ব্যবসায়ীর নাম শুভম সারাফ। ব্যবসায়ীর কারখানা থেকে প্রিন্টিং প্রেস, মেশিন সহ ১১৭ পিস প্লাইউড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তদন্তে নেমে নাগেরবাজার থানার পুলিশ জানতে পারে আরএনগুহ রোডে শুভম ইন্টারন্যাশনাল নামে একটি কারখানা তৈরি করেছেন।

Alipurduar News : লাখ লাখ টাকা প্রতারণা চক্রের পর্দাফাঁস! পুলিশের জালে ‘বিহারের গ্যাং’
সেখানেই ওই নামী কোম্পানির লোগো নকল করে প্লাইউড তৈরি করেছিল ধৃত ব্যবসায়ী। সেখান থেকে পুলিশ প্রিন্টিং মেশিন (Printing Machine) সহ লোগো বানানোর ডাইস ও ১১৭ পিস উদ্ধার করে। ধৃত মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *