Asansol News: বিয়ের সম্বন্ধ দেখাশুনার মাঝেই ইঞ্জিনিয়ারিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, রহস্য! – asansol engineering student body found police starts investigation


Engineering Student Death: ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক আদিবাসী মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য আসানসোলে। সোমবার দুপুর থেকেই আচমকা নিখোঁজ ছিলেন ওই ছাত্রী। খোঁজ মিলছিল না তাঁর। মঙ্গলবার রাতে আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকায়। একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই ছাত্রীর নাম কোয়েল হাঁসদা। বয়স ২২। সোমবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরনোর পর আর ফেরে সে বলে খবর। ছাত্রীর বাবা লক্ষ্মী নারায়ন হাঁসদা স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক। লক্ষীনারায়ণ হাঁসদা জানান “সোমবার সন্ধ্যা বেলায় হঠাৎই তার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল আমরা ভেবেছিলাম পাড়ার কোথাও গিয়েছে। কিন্তু মেয়ে অনেক রাত পর্যন্ত না ফেরায় আমরা তাকে ফোন করি। ফোন সুইচড অফ পাই। তারপরে আমরা চিন্তায় পড়ে যাই। রাতেই অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও পাইনি।”

Purulia News : পুরুলিয়ায় স্বামীকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়েও হল না শেষ রক্ষা, নেপথ্যে কি পরকীয়া?

রাতভর মেয়ে বাড়ি না ফেরায় মঙ্গলবার সকালে হিরাপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন কোয়েলের বাবা। পরে রাতে ওই ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধারের খবর আসে। বাড়িতে খবর দেওয়া হলে লক্ষীনারায়ণ হাঁসদা এসে মেয়ের মৃতদেহ শনাক্ত করেন। খুনের কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ।

কীভাবে ঘটল এই ঘটনা তা নিয়ে উঠছে প্রশ্ন। কেনই বা এমন কাণ্ড ঘটল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত খুন। তবে একজন মেধাবী, ফুলের মতো ফুটফুটে মেয়ের সঙ্গে কার কী শত্রুতা থাকতে পারে সেই ভেবে আক্ষেপ করছেন পাড়াপড়শিরাও।

Tiljala Incident: নাবালিকার মাথায় স্ক্রু ড্রাইভারের ক্ষত, শরীরে নৃশংস আঘাতের চিহ্ন! তিলজলার ঘটনায় ৩ মামলা দায়ের

পারিবারিক সূত্রে খবর, সম্প্রতি কোয়েলের বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছিল। দুর্গাপুরে এক পরিবারে কথাবার্তাও চলছিল। কোনওভাবে এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে বিয়ের দেখা শোনা চলার বিষয়টি যুক্ত কেন খতিয়ে দেখছে পুলিশ।

খুনের পিছনে কোনও প্রেমের সম্পর্ক লুকিয়ে আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে হিরাপুর থানার পুলিশ। ছাত্রীর পরিচিতদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

Tiljala News : খুনের পর মাংস রান্না করে ঘরে গান শুনছিল অলোক

কোয়েল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের শেষ বর্ষের ছাত্রী ছিল। মেধাবী এই ছাত্রীর মৃত্যুতে নিউটাউন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *