Bardhaman University Exam: শহিদ মিনারে অভিষেকের সভা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত ঘিরে বিতর্ক – bardhaman university exam cancel on the day of abhishek banerjee tmcp rally


শাসক দলের কর্মসূচির দিন ফের কাকতালীয়ভাবে বাতিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। দুইয়ের মধ্যে যোগসূত্রে খুঁজে ফের আসরে বিরোধীরা। বুধবার ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্সের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। কিন্তু, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এদিন বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করা হয়। এরপরই আক্রমণ বিরোধীদের।জানা গিয়েছে. তিন বছরের কোর্সের এলএলবি অনার্সের দ্বিতীয় সেমিস্টারের পেপার কোড ৩.২.৪-এর পরীক্ষা ছিল এদিন। মাত্র ১২ ঘণ্টা আগেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশেষ কারণ বশত পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করা হয়। পরীক্ষা স্থগিত করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Mamata Banerjee News: মুখ্যমন্ত্রীর সভার জন্য বাতিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা

এসএফআই জেলা কমিটির সম্পাদক অনির্বান রায়চৌধুরীর অভিযোগ, ”অভিষেকের সভায় ছাত্র ছাত্রীদের নিয়ে যাবার জন্য আজকে পরীক্ষা বাতিল করা হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অপদার্থতার জন্য ফলাফল প্রকাশ করতে পারছে না, অন্যদিকে পরীক্ষা বাতিল করতে হচ্ছে। পরীক্ষার ১২ ঘণ্টা আগে জানতে পাচ্ছে পরীক্ষা বাতিল করেছে।তীব্র নিন্দা জানাচ্ছি।আসলে মিটিংয়ে লোক পাচ্ছে না বলে পরীক্ষা বাতিল করে ছাত্র ছাত্রীদের নিয়ে যেতে হচ্ছে।”

পাল্টা তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক খন্দেকর আমিরুল ইসলামের দাবি,” পূর্ব বর্ধমান,হুগলী ও বীরভূম জেলা নিয়ে তিনশো জনের মতো পরীক্ষার্থী আছে,তার মধ্যে আমাদের কর্মী হাতেগোনা কয়েকজন। তাদের মধ্যে কয়েকজন আসতে না পারলে তৃণমূলের সভা ফাঁকা হবে না।”

Jadavpur University: বাংলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারিকরণ হতে চলেছে? বড় অভিযোগ শিক্ষক সংগঠনের

যদিও একসঙ্গে তাঁর দাবি, তবে আজকে পরীক্ষা পিছোনোর জন্য তৃণমূল ছাত্র পরিষদ দাবী করেছিল। কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থাকায় ট্রেন ও বাসে করে কর্মী সমর্থকরা যাবে, যানবাহন চলাচল কম হবে,পরীক্ষার্থীদের আসতে অসুবিধা হবে, তাই পরীক্ষার তারিখ বদল করার অনুরোধ করা হয়েছিল । কাউকে জোর করে সভায় নিয়ে যাবার জন্য নয়। এটা ২০১১ সালের আগে এসএফআই করতো । তাদের মন্তব্যকে গুরুত্ব দিয়ে আজ আর লাভ নেই বলে দাবি করে তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক খন্দেকর আমিরুল ইসলাম।

উল্লেখ্য, মাস খানেক আগে ফেব্রুয়ারিতে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার দিন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের (Bankura University) অধীনস্থ কলেজগুলির স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা স্থগিত করে দেওয়া নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *