Birbhum TMC Conflict : গ্রাম দখলকে ঘিরে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নানুর, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে – birbhum tmc conflict many members injured


Birbhum News : নানুর ও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই দুটি যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। তিনদিনও গেল না, পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল নানুর। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের বোলপুর থানার অন্তর্গত যজ্ঞনগর গ্রাম তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। গতকাল রাতেই বোলপুর থানার IC-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। পুলিশ গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কিছুজন জখম হয়েছেন।

TMC Conflict : মুখ্যমন্ত্রীর বৈঠকই সার! ফের নানুরে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব
এদের মধ্যে দু’জন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এই মুহূর্তে গ্রামে ব্যাপক উত্তেজনা রয়েছে। জানা গিয়েছে, তৃণমূলের দুই গোষ্ঠী রাজেশ শেখ ও লালটু শেখ, এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। গ্রাম দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গতকাল সন্ধ্যায় বচসা বাঁধে। এরপরই তা সংঘর্ষের আকার ধারণ করে।

TMC BJP Clash : তৃণমূল ও BJP-র সংঘর্ষের জেরে বোমাবাজি, ধুন্ধুমার কাণ্ড ময়নায়
দুটি গোষ্ঠী একে অপরের উপর লাঠি রড নিয়ে চড়া হয়ে বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারপর তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনায় রাজেশের অনুগামী শেখ শহিদুল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্যদিকে লালটু শেখের অনুগামী কাজী হাকিম চিকিৎসাধীন।

Kajal Sheikh Birbhum : ‘…বীরভূম থেকে সরিয়ে দেব’, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই হুংকার কাজল শেখের
দুজনেরই মাথায় ব্যান্ডেজ রয়েছে। রাজেশের অনুগামীর বক্তব্য, “গতকাল হঠাৎই লালটুর অনুগামীরা চড়া হয়ে আমাকে বেধড়ক মারধর করে। মারধর করতে করতে নোংরা ভাষায় গালিগালাজ করে। সেই সঙ্গে গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে”। অন্যদিকে পালটা লালটু শেখের অনুগামীদের বক্তব্য, রাজেশের লোকজন চড়াও হয়ে তাঁদের বেধড়ক মারধর করে।

Birbhum Bomb Recovery : নানুরে ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধার, আতঙ্ক এলাকায়
পুলিশ দুই পক্ষের পাঁচজনকে আটক করে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। গ্রামের পরিবেশ উত্তপ্ত থাকায় বুধবার সকাল থেকেই পুলিশি টহল চলছে। ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল নানুরের এক জায়গায় তৃণমূল নেতা কাজল শেখের একটি জনসভা ছিল।

TMC-BJP Clash : ৩ তৃণমূল কর্মীকে বেধড়ক মারের অভিযোগ BJP-র বিরুদ্ধে, শোরগোল ঘাটালে
অভিযোগ, কাজল শেখের দলীয় জনসভার পরপরই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে নানুরের ওই গ্রাম। এই বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী বলেন, “যে হারে সংঘর্ষ হয়েছে, তাতে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। এখন পুলিশ রয়েছে। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর যে আবার এই মারপিট শুরু হবে না, এর কোনও নিশ্চয়তা নেই।

শাসকদলের এই গোষ্ঠী সংঘর্ষের ফলে আমরা সাধারন বাসিন্দারা আতঙ্কের মধ্যে থাকছি, ভুক্তোভুগি হচ্ছি”। স্বভাবতই পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে একের পর এক সংঘর্ষ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়রা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *