Bratya Basu : ‘তাড়া দেবেন না, সব বেরিয়ে আসবে…’, বাম আমলে চাকরি নিয়ে হুঁশিয়ারি ব্রাত্যর – bratya basu opens mouth about recruitment scam in cpim period


তৃণমূলের ছাত্র – যুব সমাবেশ থেকে বাম আমলে ‘ঘুরপথে’ চাকরির সব তথ্য বের করার জোর হুঁশিয়ারি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বর্তমান শিক্ষামন্ত্রীর পূর্বসূরি নিয়োগ দুর্নীতির দায়ে বর্তমানে জেল হেফাজতে। তার মাঝেই গত সরকারের দুর্নীতি নিয়ে সরব বর্তমান শিক্ষামন্ত্রী। তাঁর সোজা সাপটা হুঁশিয়ারি, ‘আমাদের তাড়া দেবেন না। সব বের করব।’

Kunal Ghosh : পরীক্ষা না দিয়ে গড়িয়ার কলেজে চাকরি সুজনের স্ত্রীর! নথি দেখিয়ে কুণাল বললেন, ‘তদন্ত হবে’
বাম আমলে চিরকুট চাকরি তথ্য বহিঃপ্রকাশ নিয়ে সরকারি স্তরে কোনও আলোচনা হয়নি বলে দাবি ব্রাত্য বসুর। তিনি বলেন, ” আপনারা দেখেছেন পার্টির একটা বৈঠকে আমাদের দলের সুপ্রিমো দলের শিক্ষা সেলের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন সিপিআইএম আমলে যাঁর যাঁর ভুলভাবে চাকরি হয়েছে, তাঁদের তালিকা বের করুন। সিপিআইএম ইচ্ছা করে মিথ্যা বলছে, মুখ্যমন্ত্রী নাকি শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তালিকা বের করার।”

Firhad Hakim On Teacher Recruitment : ‘চিরকুটে লোক ঢোকানো যায় না’, ফিরহাদের গলায় ভিন্ন সুর
শিক্ষামন্ত্রীর যুক্তি, সরকারি ভাবে এরকম কোনও সিদ্ধান্ত হয়নি। এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। এরপরই সিপিআইএমের বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি। ব্রাত্য জানান, কয়েকজনের নাম প্রকাশ হওয়ায় সিপিআইএম সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলছে। পার্টি জানে, কখন সেই তালিকা বের করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Bratya Basu : বাম আমলের নিয়োগও ইডি-সিবিআই তদন্তের আওতায় আসুক : ব্রাত্য
শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের তাড়া দেবেন না, সব বের হবে। আমাদের পার্টি জানে কখন সেটা বের করতে হবে” ব্রাত্য সিপিআইএমকে কটাক্ষ করে ব্রাত্য জানান, যে কয়েকজনের নাম বেরিয়েছে, তাঁরাই চাইছেন বাকি তালিকা বের হোক। অর্থাৎ, তাদের নাম যেহেতু বেরিয়েছে, তাই বাকিদের নামও বের হোক।

Udayan Guha : ‘বাম আমলে চাকরি ভাগ হত’, বিস্ফোরক অভিযোগ উদয়ন গুহর
শিক্ষামন্ত্রী ইঙ্গিতে বুঝিয়ে দেন, এই নাম প্রকাশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ‘ ধীরে চলো ‘ নীতি গ্রহণ করবে। একত্রে কোনও তালিকা বার করা হবে না। ব্রাত্য এদিন বলেন, ‘ যে কটা নাম এখন কড়াইতে ফুটছে, তাঁদের আমরা মাঝে মধ্যে বেসন দেব, তেল ছিটবো, পুড় দেব। ছ্যাঁকা দেব। হাতায় করে তুলবো আবার নামাবো। যে অসভ্যতা সিপিআইএম আমাদের সঙ্গে করেছে, তার জবাব পাবে।”

Sujan Chakraborty Wife: ‘রাজ্য সরকারের কোনও পরীক্ষা দেননি…’, সুজন চক্রবর্তীর স্ত্রীয়ের চাকরি নিয়ে স্পষ্ট ব্যাখা বিমান বসুর
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী থেকে শুরু করে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের পরিবারের সদস্যের সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেস। আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চিরকুটে চাকরি নিয়ে সরব হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অন্যান্য তৃণমূল শীর্ষ নেতৃত্বের নামও। তবে এদিনের শিক্ষা মন্ত্রী বক্তব্য সেই জল্পনা আরও বাড়িয়ে দিল বলে ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *