Bus Time Table: শহরে একাধিক মেগা ইভেন্ট, রাস্তায় নেই বাস! দুর্ভোগে অফিস যাত্রীরা – people facing problem as bus services reduced on road due to some political rally


Kolkata Traffic Update Today: মিটিং মিছিলে ব্যস্ত বুধের শহরে অমিল বাস। মোড়ে মোড়ে বাসস্ট্যান্ডে অপেক্ষায় যাত্রীরা। অফিস যাওয়ার পথে ব্যাপক দুর্ভোগে মানুষ। এরকমই এক চিত্র এদিন সকালে ধরা পড়ল বারাসত চাঁপাডালি মোড়ে। সূত্রের খবর, শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই উপলক্ষ্যে দলীয় কর্মী সমর্থকেরা সভাস্থলে পৌঁছাতে রাস্তা থেকে উধাও নিত্যদিনের রুটের বাস। বারাসত শহরে বুধবার সকালে নজরে এল অফিসযাত্রীদের দুর্ভোগ।

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে বাস। বারাসত চাঁপাডালিতে সকাল থেকেই অফিস যাত্রীরা অপেক্ষা করে রয়েছে,কিন্তু রাস্তায় বাস নেই বললেই চলে। কেউ আধ ঘণ্টা, কেউ এক ঘণ্টা দাঁড়িয়ে, বাসের দেখা নেই। অনেকে জানেনই না কী কারণে আজ বাস কম।

Kolkata Traffic Update Today : ধরনা-মিছিল-মিটিংয়ে ঠাসা বুধে শহর স্তব্ধ হওয়ার আশঙ্কা, কোন কোন পথ এড়িয়ে চলবেন?

রাস্তা এদিন পাবলিক বাস, সরকারি বাসের পরিষেবা অনেক কম বলে নজরে এসেছে। স্থানীয় সূত্রে দাবি, বেশিরভাগ বাসই আজ তুলে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যুব তৃণমূলের মিটিংয়ে যাওয়ার জন্য।

কেউ যাবেন অফিস, কেউ আবার হাসপাতাল। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থেকেও মিলছে না বাসের দেখা। অনেকে আবার দীর্ঘ সময় অপেক্ষার পর বাড়ি ফিরে যাচ্ছেন । দু-একটা বাস দেখা গেলেও সেই বাসে, স্ট্যান্ডের কাছ থেকেই ওঠার উপায় নেই। কী করে পৌছানো যাবে গন্তব্যস্থলে এই নিয়ে গভীর চিন্তায় বারাসতে অপেক্ষারত যাত্রীরা।

Mamata Abhishek : আজ ধর্নায় মমতা, সভায় অভিষেক, যানজটের আশঙ্কা

পরিবহন পরিষেবা প্রায় অচল হয়ে পড়েছে এদিন। এই ভাবে নিত্যযাত্রীদের হয়রান হতে হচ্ছে যা নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে । বুধবার রাস্তায় বাস কম থাকবে তাও আগে থেকে কারও জানা ছিল না। সবমিলিয়ে আজ বারাসত জুড়ে পরিবহন পরিষেবা ব্যাহত বলে দাবি করছেন নিত্যযাত্রীরা।

Tiljala Murder Update: নাবালিকাকে অকথ্য অত্যাচার, চিৎকার আড়ালে রেডিয়ো চালায় অভিযুক্ত! তিলজলাকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ

শুধু অভিষেক বন্দ্যোপাধ্যের সভা নয়, হাইভোল্টেজ বুধবার একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ঠাসা। সপ্তাহের এই কর্মব্যস্ত দিনে শাসক বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচির জেরে মহানগরী কার্যত স্তব্ধ হওয়ার আশঙ্কা। একদিকে, রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধরনা, অন্যদিকে শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা।

বিকেল তিনটেয় মৌলালি থেকে রয়েছে বাম, কংগ্রেসের মিছিল এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে BJP-র অবস্থান বিক্ষোভ। দুপুর ২টো নাগাদ ধরনায় বসবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *