অভিযোগ, গোরুপাচার মামলায় প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রবীনের। এনামুলের সংস্থা ‘হক ইন্ডাস্ট্রি’র সঙ্গে আর্থিক লেনদেনও হয় রবীনের। এমনকী তাঁর সংস্থা থেকে প্রতিবেশী দেশেও চাল পাঠানোও হয়। কেন্দ্রীয় গোয়েন্দারা খতিয়ে দেখতে চাইছেন, ব্যবসার আড়ালে টাকা পাচার হয়েছিল কি না। গত সোমবার রবীনের সঙ্গে তাঁর বাবাকেও তলব করা হয়েছিল।
দু’জনে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেন। এনামুলের সঙ্গে কী ভাবে ব্যবসা হয়েছে, কোনও ব্যবসায়িক চুক্তি হয়েছিল কি না, তা জানতে চাওয়া হয়। বেশ কিছু বিষয়ে দু’জনের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। যদিও এনামুলকে জেরা করে জানা গিয়েছিল, তাঁর সংস্থা থেকে ওই চালকলের মালিকের কাছে টাকা গিয়েছে। সেই টাকার পরিমাণ কয়েক কোটি।