Cattle Smuggling Case : সাঁইথিয়ার চালকলের মালিককে ফের তলব – cattle smuggling case owner of saithia rice mill is summoned again by cbi


এই সময়: গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সাঁইথিয়ার চালকল মালিক রবীন টিব্রেওয়ালকে ফের তলব করল সিবিআই। সেই সঙ্গে তাঁর সংস্থার এক হিসাবরক্ষককেও আসতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী সোমবার সকালে ২ জনকে নথিপত্র নিয়ে তলব করা হয়েছে। গত সোমবারই রবীনকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু অনেক প্রশ্নেরই তিনি জবাব দিতে পারেননি। সে কারণে ফের তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Cattle Smuggling Case : গোরু পাচার মামলায় CBI স্ক্যানারে ২ চালকল মালিক, নিজাম প্যালেসে চলছে জিজ্ঞাসাবাদ
অভিযোগ, গোরুপাচার মামলায় প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রবীনের। এনামুলের সংস্থা ‘হক ইন্ডাস্ট্রি’র সঙ্গে আর্থিক লেনদেনও হয় রবীনের। এমনকী তাঁর সংস্থা থেকে প্রতিবেশী দেশেও চাল পাঠানোও হয়। কেন্দ্রীয় গোয়েন্দারা খতিয়ে দেখতে চাইছেন, ব্যবসার আড়ালে টাকা পাচার হয়েছিল কি না। গত সোমবার রবীনের সঙ্গে তাঁর বাবাকেও তলব করা হয়েছিল।

Cattle Smuggling Case : ইডি’র জেরার মুখে আইসি
দু’জনে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেন। এনামুলের সঙ্গে কী ভাবে ব্যবসা হয়েছে, কোনও ব্যবসায়িক চুক্তি হয়েছিল কি না, তা জানতে চাওয়া হয়। বেশ কিছু বিষয়ে দু’জনের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। যদিও এনামুলকে জেরা করে জানা গিয়েছিল, তাঁর সংস্থা থেকে ওই চালকলের মালিকের কাছে টাকা গিয়েছে। সেই টাকার পরিমাণ কয়েক কোটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *