Chandrima Bhattacharya : ব্যাঙ্কিং পরিষেবা যথেষ্ট নয় বাংলায়, রাষ্ট্রপতির সামনেই অভিযোগ চন্দ্রিমার – banking services are not enough in west bengal chandrima bhattacharya complained to president draupadi murmu


এই সময়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর্থসামাজিক সেতুবন্ধন ও সমন্বয়ে নানা জনকল্যাণমূলক প্রকল্প দেশে-বিদেশে প্রশংসিত হলেও, পশ্চিমবঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। মঙ্গলবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে এই অভিযোগ জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Droupadi Murmu Mamata Banerjee : আদিবাসী তালে মুখ্যমন্ত্রীর নাচে মুগ্ধ রাষ্ট্রপতি, বাংলার ভূয়সী প্রশংসায় মুর্মু
রীতিমতো তথ্য-পরিসংখ্যান পেশ করে ব্যাঙ্কিং পরিষেবার এই ঘাটতির দিকে তিনি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে ব্যাঙ্কগুলির এদিকে নজর দেওয়া প্রয়োজন বলেও মনে করিয়ে দিয়েছেন চন্দ্রিমা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বারে বারেই অভিযোগ করেছেন, রাজ্যের নানা জনকল্যাণমূলক প্রকল্পের রূপায়ণে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির তরফে অনেক সময়েই কোনও হেলদোল নজরে আসে না। বিশেষ করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো জরুরি প্রকল্পগুলির রূপায়ণে ব্যাঙ্কগুলি নানা অজুহাত দিচ্ছে বলেও সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী।

রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গ-সহ ১৮টি রাজ্যে ইউকো ব্যাঙ্কের নয়া ৫০টি শাখার অনলাইনে উদ্বোধন করেন। এই ব্যাঙ্কের সাফল্য কামনা করে তিনি বলেন, ‘আমিও কিন্তু একটি ব্যাঙ্কিং পরিবারেরই সদস্য। আমার স্বামী ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজ করতেন, আমার মেয়ে চাকরি করে ইউকো ব্যাঙ্কেই।’ অনুষ্ঠানে রাজ্যপাল ভি আনন্দ বোস জানান, ইউকো ব্যাঙ্কের সঙ্গে তাঁর আত্মিক যোগাযোগ।

President Droupadi Murmu : নীল-সাদা রাংতায় মোড়া কে সি দাসের রসগোল্লা, রাষ্ট্রপতিকে বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর
কারণ, এই ব্যাঙ্কে তিনি প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন! দ্রৌপদীর কথায়, ‘কলকাতায় ১৯৪৩ সালে জিডি বিড়লা এই ব্যাঙ্কটি প্রতিষ্ঠা করেন। ৮০ বছর ধরে এই ব্যাঙ্কের পথচলায় কর্মীদের অবদান উল্লেখযোগ্য।’ সামগ্রিক ভাবে দেশের ব্যাঙ্কিং পরিষেবার সাফল্যের অন্যতম নজির হিসাবে অতিমারী পর্বে পেটিএম, ফোন পে, জি পে-র মতো ইউপিআই পরিষেবার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, ‘সামাজিক ন্যায় ও ডিজিটাল পরিকাঠামোর নির্মাণে অতিমারীর সময়ে এগুলি খুবই কার্যকর হয়েছে।’

Droupadi Murmu In Kolkata : শহরে পা রেখেই নেতাজি ভবন-জোড়াসাঁকো পরিদর্শনে রাষ্ট্রপতি, উষ্ণ অভ্যর্থনা মুখ্যমন্ত্রীর
অনুষ্ঠানে আক্ষেপ প্রকাশ করে চন্দ্রিমা বলেন, ‘রাজ্যে ৪১টি ব্যাঙ্কের ৯৭১১টি শাখা ও ১১৯৭৫টি এটিএম রয়েছে। পশ্চিমবঙ্গের ৪৫০টি পঞ্চায়েতে ব্যাঙ্কের কোনও শাখা নেই। ফলে ব্যাঙ্কিং পরিষেবা যথেষ্ট নয়। আমাদের আশা ওই সব এলাকায় ব্যাঙ্কের শাখা বাড়বে।’ তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কিষান ক্রেডিট কার্ড দেশে-বিদেশে নানা স্বীকৃতি পেয়েছি।

Droupadi Murmu : মুগ ডাল থেকে পনির, শান্তিনিকেতনে রাষ্ট্রপতির মধ্যাহ্নভোজে থাকছে কী কী পদ?
লক্ষ্মীর ভাণ্ডারে ১.৯৮ কোটি মহিলা উপকৃত হয়েছেন। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে দেশের মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ দুয়ারে সরকার। তাঁর সংযোজন, ‘সামাজিক উন্নয়নে এই বিপুল কর্মকাণ্ডের অনুপাতে ব্যাঙ্কিং পরিষেবা রাজ্যে কিন্তু যথেষ্ট নয়।’

অনুষ্ঠানে রাষ্ট্রপতি স্মরণ করিয়ে দেন, ‘ব্যাঙ্কগুলি দু’টি দায়িত্ব। মানুষের গচ্ছিত অর্থের সুরক্ষা আর সম্পদের সৃষ্টি। এই দুয়ের মধ্যে ভারসাম্য বিঘ্নিত হলেই আর্থিক সঙ্কট দেখা দেয়।’ এ দিন ইউকো ব্যাঙ্কের সহায়তায় ওডিশার একটি স্কুলের পুনর্নির্মাণের কাজের অনলাইনে শিলান্যাস করেন রাষ্ট্রপতি। পাঁচ বছর এই স্কুলে তিনি সাম্মানিক শিক্ষক ছিলেন। ইউকো ব্যাঙ্কের এমডি সোমশঙ্কর প্রসাদ জানান, দেশ-বিদেশে তিন হাজারের বেশি শাখা নিয়ে এগিয়ে চলেছে এই ব্যাঙ্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *