DA News Today: শহিদ মিনারে সভামঞ্চের কাছে ডিএ আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ – da protester allegedly attacked by tmcp worker


শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চের কাছে আক্রান্ত ডিএ আন্দোলনকারী। বুধের দুপুরে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। আক্রান্ত হুগলির এক সরকারি স্কুলের শিক্ষক। আন্দোলনকারীদের অভিযোগ, ডিএ আন্দোলনের ধরনা মঞ্চের পাশে বাথরুমে যাওয়ার সময় তৃণমূল ছাত্র যুবর একটি দলের হাতে আক্রান্ত হন ওই শিক্ষক।শর্তসাপেক্ষে ডিএ ধরনা মঞ্চের পাশেই শহিদ মিনারের নীচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য অনুমতি পেয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি যৌথ মঞ্চের আন্দোলনকারীদের ধরনা মঞ্চের ১০০ মিটার দূরেই ছিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা ছিল। শৃঙ্খলা বজায় রাখতে আন্দোলনরত সরকারি কর্মীদের ধরনা মঞ্চ বাঁশ দিয়ে ব্যারিকেড করার পাশাপাশি টিন দিয়ে ঘিরে ফেলা হয়। তবু এড়ানো গেল না বিপত্তি।

Mamata Banerjee Dharna : ‘প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসব’, হুঁশিয়ারি মমতার

আদালতের শর্ত ও হুঁশিয়ারি সত্ত্বেও আক্রমণের ঘটনা ঘটার অভিযোগ। আক্রান্ত সরকারি কর্মচারী। আক্রান্ত কর্মীর নাম মিন্টু পাইক। তিনি হুগলি জেলার একটি হাইস্কুলের ভূগোলের শিক্ষকমশাই। এদিন দিদিকে নিয়ে ধরনা মঞ্চে ঢুকছিলেন। বাথরুমের কাছে তৃণমূল ছাত্র পরিষদের একটি দলের হাতে আক্রান্ত হন। বেধড়ক মারধরে সাংঘাতিক আহত তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । প্রত্যক্ষদর্শী এক ডিএ আন্দোলনকারীর দাবি, ”প্রায় ১৫ থেকে ২০ জন তৃণমূল কর্মী মিলে বিনা প্ররোচনায় বর্বরের মতো মেরেছে।”

Abhishek Banerjee: প্রধানমন্ত্রী যে ‘দিদি ও দিদি’ বলেছিলেন তাঁর পদ খারিজ হবে না কেন: অভিষেক

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। এই ঘটনা আদালতের সিদ্ধান্ত অবমাননার সমান বলে দাবি তুলেছেন তাঁরা।

ডিএ নিয়ে আন্দোলনকারী সরকারি কর্মীদের ধরনা মঞ্চে কোনও হামলার ঘটনা ঘটলে ছেড়ে কথা বলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি কড়া ভাষায় বলেন, কোনও সরকারি কর্মচারী, শিক্ষক ও আন্দোলনকারীদের গায়ে যদি আঁচড় লাগে তবে বিরোধী দল হিসেবে তাঁরা আন্দোলনকারীদের পাশে থাকবেন এবং আক্রমণকারীদের বিরুদ্ধে মাঠে নামবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *