DA Protest West Bengal : ফলের রস-চকোলেট চিবিয়ে ‘অন্য অনশন’! DA আন্দোলনকারীদের পদক্ষেপ নিয়ে শোরগোল – da protesters stage a mock hunger strike today


বুধবার শহিদ মিনার ময়দানে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শর্তসাপেক্ষে এই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, সভাস্থলেরর পাশেই DA আন্দোলনকারীদের ধরনা মঞ্চ। কোনওভাবেই যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেজন্য তৎপর পুলিশ প্রশাসন।

কেন্দ্রীয় হারে DA, স্বচ্ছভাবে নিয়োগ এবং যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারের পাদদেশে ধরনায় বসেছেন আন্দোলনকারীরা। এদিন তাঁদের ধরনা ৬২তম দিনে পা দেয়। কিছুদিন আগেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন DA আন্দোলনকারীরা। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তাঁরা।

DA News: ৪৪ দিন পর অনশন প্রত্যাহার সরকারি কর্মীদের, DA-র দাবিতে আন্দোলন কি চলবে?
কিন্তু, বুধবার ফের ‘অন্য অনশন কর্মসূচি’ নিয়েছিলেন DA আন্দোলনকারীরা। কী এই কর্মসূচি? তবে কি নতুন করে অনশন শুরু করলেন DA আন্দোলনকারীরা?

এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ” এর আগে ঐতিহ্য, পরম্পরা মেনে, বিখ্যাত মানুষজনদের মতাদর্শ সামনে রেখে আমরা অনশন করেছি। আমার নিজের ওজন অনেক কমে গিয়েছে। কিন্তু, আজ যাঁরা অনশন করছেন তাঁরা জল খাবেন না, তাঁরা ফলের রস খাবেন, পিৎজা খাবেন। আমরা চাই তাঁদের ওজন বেড়ে যাক।”

DA Protest Update : DA-র দাবিতে কামাই করে ধর্মঘট, ১ দিনের বেতন কাটার নির্দেশ
অর্থাৎ তীব্র কটাক্ষ ছুড়ে দিতেই যে এই অনশন, তা কার্যত স্পষ্ট। পাশাপাশি আদালতের যাবতীয় নির্দেশ পালন করবেন তাঁরা জানান আন্দোলনকারীরা। উল্লেখযোগ্যভাবে, DA আন্দোলনকারীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলন করার অভিযোগ তুলেছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভ্যুঁইয়া।

DA News West Bengal : ‘…শ্বেতপত্র প্রকাশ করুক, প্রয়োজনে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করব!’ সুর চড়ালেন DA আন্দোলনকারীরা
তিনি বলেছিলেন, “কেন্দ্র সরকার রাজ্যকে প্রাপ্য দিচ্ছে না। বিভিন্ন প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের কথা ভেবে ক্রমাগত লড়াই করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এখনও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”

DA West Bengal Latest News : সরকারি কর্মীদের বদলির নির্দেশকে চ্যালেঞ্জ? আইনি লড়াইয়ের সিদ্ধান্ত DA আন্দোলনকারীদের
তাৎপর্যপূর্ণভাবে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বুধবার আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে আন্দোলনকারী কিংকর অধিকারী বলেন, “যদি কেন্দ্রের আর্থিক বঞ্চনার জন্যই আমাদের কেন্দ্রীয় হারে DA না দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে তা শ্বেতপত্র দিয়ে জানিয়ে দিক রাজ্য। সেক্ষেত্রে আমরা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামব।”

Calcutta High Court : অভিষেকের সভা নিয়ে হাইকোর্টে মামলা ডিএ আন্দোলনকারীদের, অন্যত্র সরানোর দাবি
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই লড়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। গত বছর কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু, এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামী মাসে সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *