DYFI Campaign : পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগ! DYFI-র মিছিলের ঘটনায় বিতর্ক – complaint against dyfi worker slapped a policeman at procession in howrah


West Bengal News : হাওড়া সিটি পুলিশের এক হোম গার্ডকে চড় মারার অভিযোগ উঠল এক DYFI সমর্থকের বিরুদ্ধে। হাওড়ায় আজ DYFI বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। হাওড়া জেলা পরিষদ অফিসে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন DYFI নেতৃত্বরা। জেলা পরিষদের অফিসের সামনেই এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় DYFI কর্মী, সমর্থকদের। সেখানেই এক সমর্থক এক পুলিশ কর্মীর গায়ে হাত দেন বলে অভিযোগ।

DYFI-র হাওড়া জেলা পরিষদ অভিযানে হাওড়া সিটি পুলিশের এক হোম গার্ডকে চড় মারার অভিযোগ উঠল DYFI-র সমর্থকদের বিরুদ্ধে। বুধবার দুপুরে হাওড়া জেলা পরিষদের সামনে DYFI কর্মীরা মিছিল করে জেলা পরিষদের দিকে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। তখনই ধস্তাধস্তির সময় এক হেলমেট পরিহিতা হোমগার্ডকে এলোপাথাড়ি চড় মারতে থাকেন DYFI সমর্থকরা।

DYFI Procession : ‘নাটকবাজরা ধর্মতলায় নাটক করছে…’, হাওড়ায় DYFI-র মিছিলে হুঙ্কার মীনাক্ষীর, ব্যারিকেড ভাঙার চেষ্টা
হাওড়া জেলা পরিষদের সামনে বুধবার DYFI কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ কর্মীদের। পুলিশ DYFI কর্মী, সমর্থকদের জেলা শাসক দফতরে ঢুকতে বাধা প্রদান করে। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। দফতরের সামনে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। সেই ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে কয়েকজন আন্দোলনকারী। পুলিশ মাইকিং করে আন্দোলনকারীদের ভিতরে ঢোকার জন্য মানা করতে থাকে।

ব্যারিকেড পেরিয়ে ঢোকার সময় আন্দোলনকারীদের টেনে নামিয়ে দেওয়া হয়। অভিযোগ, সেই সময় এক পুলিশের এক হোম গার্ডকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করেন এক সমর্থক। যদিও মিছিলের নেতৃত্বে থাকা DYFI সভানেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এ কথা অস্বীকার করেছেন।

BJP In Bengal : নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে দক্ষিণ দমদম পুরসভায় বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! আটক একাধিক
তিনি বলেন, “কাউকে চড় মারা হয়নি।” যদিও আন্দোলনকারীর এই আচরণে নিন্দা জানিয়েছেন জেলা বাম নেতৃত্ব। উল্লেখ্য, বুধবার নিয়োগ দুর্নীতি, বেকারত্ব বৃদ্ধি, ১০০ দিনের কাজের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে DYFI-র হাওড়া জেলা পরিষদ অভিযান।

মিছিলে নেতৃত্ব দেন সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন সকাল থেকেই হাওড়া স্টেশনে জমায়েত শুরু করেন দলের সমর্থকরা। মিছিলের পাশাপাশি এদিন হাওড়া জেলা পরিষদে এদিন ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নেয় DYFI।

Rahul Gandhi News : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে কংগ্রেসেের বিক্ষোভ! ধুন্ধুমার হাওড়ায়, আটক একাধিক
এদিনের মিছিল থেকে সরকারের বিরুদ্ধে একের পর এক সমালোচনা শোনা যায় মীনাক্ষীর মুখে। মীনাক্ষী এদিন দুর্নীতি প্রসঙ্গে বলেন, গোটা হাওড়া জেলা পরিষদ অফিসকে কেন্দ্র করে ‘ভুয়ো চাকরির চক্র’ কাজ করছে। পাশাপাশি, ১০০ দিনের কাজ নিয়েও প্রচুর দুর্নীতি হয়েছে বলে দাবি করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *