Football Match : মহিষাদলে মহিলা ফুটবলের প্রতিযোগিতার আয়োজন, রাতভর খেলা দেখার ভিড় – haldia mahishadal 8 teams women football competition arranged


West Bengal News : দেশের নানান ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অংশগ্রহন এখন ব্যাপক হারে বেড়েছে। এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে। সেই সঙ্গে বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার মহিষাদলের কমলপুর গ্রামের উদ্যোগে কমলাপুর ফুটবল মাঠে আয়োজন করা হয় দিবারাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা।

Purba Medinipur News : ‘এবার বিদেশে রফতানি হবে বাংলার তাঁত, সুখবর মন্ত্রীর
রাজ্যের হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হাওড়ার মোট আটটি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুলত কন্যাশ্রীরাই অংশগ্রহণ করে। দিবারাত্রি মহিলা ফুটবল খেলা দেখতে মহিলাদের ভিড় যেমন ছিল তেমনি মহিলাদের উন্মাদনা লক্ষ্য করা যায়। জেলা, রাজ্য, জাতীয় স্তরে মহিলারা যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য বাংলার জেলায় জেলায় মহিলাদের ফুটবল খেলার আয়োজন করা হোক বলে জানাচ্ছেন খেলোয়াড়রা।

Suvendu Adhikari : ‘নিজের ক্ষমতা জাহির করছেন’, মহিষাদল থেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল বিধায়কের
এই বিষয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করা এক মহিলা ফুটবলার জানান, “খুবই ভালো লাগছে এই ধরনের এক প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে। নিয়মিত ফুটবল খেলি, কিন্তু কোনও সঠিক বা ভালো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকেনা খুব একটা। যদি এই ধরনের আরও প্রতিযোগিতার আয়োজন করা হয়, ও তাতে আরও বেশি বেশি করে খেলার সুযোগ পাই, তাহলে আমাদের কেরিয়ারের জন্য খুবই ভালো হয়”।

TMC MLA : ‘বেআইনি কাজ শিখিয়েছেন বামপন্থীরা’, নিয়োগ দুর্নীতি নিয়ে CPIM-কে তোপ তৃণমূল বিধায়কের
খেলা দেখতে আসা স্থানীয় মহিলাদের দল মেয়েদের এই দাপুটে ফুটবল খেলা দেখে যারপরনাই খুশি। উচ্ছ্বাসের মধ্যে থেকেই এক মহিলা জানান, “জীবনে প্রথমবার এই ধরনের খেলা দেখছি যেটাতে মেয়েরা দাপিয়ে খেলছে। খুব ভালো লাগছে। আজকাল খবরের কাগজ, টিভিতে দেখি দেশের মেয়েরা খেলাধুলায় যথেষ্ট উন্নতি করছে, পদক জিতে আসছে।

Bardhaman TMC : রাজনৈতিক দলের কার্যালয়ে রমরমিয়ে চলছে জুয়া! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল
আমাদের রাজ্যের ছোট ছোট মেয়েরাও ক্রিকেট খেলছে। ভবিষ্যতে যেন এই মেয়েগুলিকেও আরও বড় জায়গায় খেলতে দেখি, টিভিতে দেখতে পাই। এরা রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করুক”। পাশাপাশি প্রান্তিক এলাকার মেয়েরা যাতে খেলায় অংশগ্রহণ করে তাদের উৎসাহিত করার জন্য সরকারের উদ্যোগ গ্রহন করার কথাও জানান খেলোয়াড়রা।

সম্প্রতি যেভাবে মহিলাদল ক্রিকেট সহ অন্যান্য খেলায় ভারতের নাম উজ্জ্বল করছে, তেমনি আগামী দিনে মহিলারা ফুটবল খেলাতেও একটি বিশেষ ভূমিকা গ্রহন করবে, এমনটাই মনে করছেন সকলে। সেই জন্য দরকার সঠিক পরকল্পনা, পরিকাঠামো ও এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আরও আয়োজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *