Gopegarh Eco Park : দুষ্টু হাতিকে বাগে আনতে গিয়ে জখম বন দফতরের আধিকারিক – gopegarh eco park forest department officer injured to control an elephant


এই সময়, মেদিনীপুর: হাতির তাণ্ডব সামলাতে নাজেহাল বন দপ্তর। দলছুট হাতি ঢুকে পড়ল মেদিনীপুরের গোপগড় ইকো পার্কে। সেই হাতিকে ট্র্যাঙ্কুলাইজ করতে গিয়ে হাতির তাড়া খেয়ে পড়ে গিয়ে জখম হলেন বন দপ্তরের রেঞ্জ অফিসার। তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ক’দিন ধরেই হাতি নিয়ে অতিষ্ঠ বনকর্মীরা। হাতির হানায় বাড়ি ভাঙচুর থেকে প্রাণহানি- একের পর এক ঘটনা ঘটছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এলাকায়। রবিবার মেদিনীপুরের মুড়াকাটার জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হয় এক মহিলার। সোমাবার সকালে শালবনির ভাদুতলা এলাকায় কিসমত বনকাটির জঙ্গলে হাতির আক্রমণে জখম হয়েছেন এক বধূ ও এক যুবক।

Elephant Attack Death : ঝাড়গ্রামের পর এবার পশ্চিম মেদিনীপুর, হাতির হানায় ২ মহিলার মৃত্যুতে উদ্বেগ বাড়ছে বন দফতরের
মঙ্গলবার সকালে একটি দলছুট হাতি মেদিনীপুর শহর লাগোয়া গোপগড় ইকো পার্কে ঢুকে যায়। প্রতিদিনের মতোই এ দিনও সকাল থেকে পার্কে অনেক পর্যটকই ঢুকেছিলেন। সকাল দশটা নাগাদ হাতিটি ঢুকে পড়ে পার্কের মধ্যে। সঙ্গে সঙ্গে পর্যটকদের নিরাপদে ওয়াচ টাওয়ারে নিয়ে গিয়ে আটকে রাখা হয়।

Buxa Tiger Reserve : বক্সার ‘ত্রাসে’-র খোঁজ মিলল কোচবিহারে! স্বস্তিতে কর্তারা
ও দিকে, হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন হুলাপার্টি ও বনকর্মীরা। কিন্তু তাতে লাভ হয়নি। পার্ক থেকে হাতিটিকে বের করতে না পেরে ট্র্যাঙ্কুলাইজের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজ করতে রীতিমতো বেগ পেতে হয় বনকর্মীদের। হাতিটিকে বাগে আনার চেষ্টা চালিয়ে যাওয়া হয়। পুরো অপারেশনে নেতৃত্ব দিচ্ছিলেন মেদিনীপুর রেঞ্জের আধিকারিক পাপন মোহন্ত।

Jhargram Elephant Attack : হাতির হানায় মৃত ৩, এক সপ্তাহে মোট ৭! আতঙ্ক ঝাড়গ্রামে
ঘুমপাড়ানি গুলি ছুড়তে তিনি এগিয়ে যেতেই হঠাৎ দুষ্টু হাতিটি তাঁর দিকে তাড়া করে। দৌড়ে পালাতে গিয়ে জঙ্গলে পড়ে যান রেঞ্জ অফিসার। তাতেই জখম হয়েছেন বন দপ্তরের এই আধিকারিক। উপস্থিত বনকর্মী ও হুলাপার্টির লোকজন কোনও রকমে হাতিটিকে কিছুটা সরিয়ে জখম আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Elephant Attack : হাতির আক্রমণ রুখতে নয়া উদ্যোগ রাজ্যের, চালু হচ্ছে ‘খাদ্য ভাণ্ডার’
অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টায় বনকর্মীরা হাতিটিকে ঘুমপাড়নি গুলি করে বাগে আনেন। ট্র্যাঙ্কুলাইজ করার পর ক্রেন দিয়ে হাতিটিকে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ওয়াচ টাওয়ার থেকে নিরাপদে নেমে আসেন পর্যটকরা। হাঁপ ছেড়ে বাঁচেন বনকর্মীরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *