Jitendra Tiwari News : জেল হেফাজতে হঠাৎ অসুস্থ জিতেন্দ্র তেওয়ারি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে – jitendra tiwari got ill and sent to asansol hospital


West Bengal News : জেল হেফাজতে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যাবেলায় হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও ছিল। তখন সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রে খবর, বুধবার সন্ধ্যার দিকে অসুস্থতাবোধ করেন কম্বল কাণ্ডে অভিযুক্ত জিতেন্দ্র তিওয়ারি। সঙ্গে সঙ্গে আসানসোল জেলা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষানিরীক্ষা করেন। পরে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

Jitendra Tiwari : এখনই স্বস্তি নেই জিতেন্দ্র তেওয়ারির, জামিন নাকচ নিম্ন আদালতের
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই খবর। ঘটনার খবর পাওয়ার পরেই জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী জয়িতা তিওয়ারি এবং তাঁর কন্যা হাসপাতালে ছুটে যান। তাঁরা হাসপাতালে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বর্তমান অবস্থার খোঁজ খবর নেন। তবে হাসপাতাল চত্বর জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার জন্য যাতে কোনও খামতি না হয়, তার জন্য পুলিশি প্রহরা বাড়ানো হয় হাসপাতাল জুড়ে।

Chaitali Tiwari: জিতেন্দ্র পত্নীকে ‘সুপ্রিম রক্ষাকবচ’, গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ
উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবারই ১৪ দিনের জেলা হেফাজত হয় কম্বলকাণ্ডে অভিযুক্ত BJP নেতা জিতেন্দ্র তেওয়ারির। এর আগে আট দিনের দিনের পুলিশি হেফাজতে ছিলেন তিনি। জামিনের আবেদন করার পরেও রেহাই মেলেনি আসানসোলের BJP নেতার।

গতকাল জিতেন্দ্রর জেল হেফাজতের নির্দেশ দেন আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) তরুণকুমার মণ্ডল। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণডাঙায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের।

Jitendra Tewari : জামিন অধরা জিতেন্দ্র’র, কম্বলকাণ্ডে ১৪ দিনের জেল হেফাজত BJP নেতার
ওই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি সহ তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার হন প্রাথমিক ভাবে। গত ১৮ মার্চ জিতেন্দ্রকে দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *