Maa Canteen : ৫ টাকায় ডিম-ভাত-তরকারি, দুর্গাপুরে চালু হল ‘মা ক্যান্টিন’ – ma canteen inaugurated at durgapur city


West Bengal News : পথ চলতি মানুষ, অফিস যাত্রীদের জন্য সস্তায় মধ্যাহ্ন ভোজনের চাহিদা ছিল দীর্ঘদিনের। কলকাতা সহ একাধিক শহরে চালু হওয়া ‘মা’ ক্যান্টিনের অভাব ছিল শিল্প শহর দুর্গাপুরে। দুর্গাপুরের মা ক্যান্টিন চালু করার উদ্যোগ নিল জেলা প্রশাসন। বুধবার দুর্গাপুরে শহরে চালু করা হল মা ক্যান্টিন।

মাত্র ৫ টাকায় ডিম, ভাত, তরকারি। এবার শিল্পশহর দুর্গাপুর সিটিসেন্টার বাসস্ট্যান্ডে চালু হল ‘মা’ ক্যান্টিন। বুধবার ওই ক্যান্টিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ। ‘মা’ ক্যান্টিন চালু হওয়ায় খুশি শহরের মানুষ।

Auto Phone Number : এক ফোনে হাজির তিন চাকার যান, মদনের উদ্যোগে এবার ‘দুয়ারে অটো’ পরিষেবা
প্রসঙ্গত, দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভুম, মুর্শিদাবাদ, শিলিগুড়ি ছাড়াও ধানবাদ, টাটা, পুরী, ভুবেনেশ্বর, হাজারিবাগ, রাঁচিগামী বাস যাতায়াত করে। স্বাভাবিক ভাবেই আন্তঃ রাজ্য এই বাসস্ট্যান্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ ও জনবহুল। এছাড়াও সিটি সেন্টারে রয়েছে মহকুমা আদালত ছাড়াও নানাবিধ সরকারি, বেসরকারি অফিস। সেই সুবাদে বিভিন্নধরনের বহু মানুষের যাতায়াত রয়েছে।

লাগামছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে ফুটপাথের হোটেলের খাবারের দামও বেড়েছে। যা সাধারন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। সম্প্রতি সেই সব মানুষের সুবিধার্থে সিটিসেন্টারের প্রানকেন্দ্র বাসস্ট্যান্ডে সস্তায় গুণগত ভাল মানের খাবারের ক্যান্টিন চালুর উদ্যোগ নেয়।

Trauma Care Ambulance : মিটতে চলেছে রোগী পরিবহনের সমস্যা, ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স চালু ঝাড়গ্রামে
জানা গিয়েছে, সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার সিটি সেন্টার বাসস্ট্যান্ডে এবং শুক্র, শনি, রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু থাকবে এই ক্যান্টিন। খাবারের জন্য প্রতিদিন সকাল ন’টা থেকে দেওয়া হবে কুপন। প্রতিদিন ১০০ টি করে কুপন বিলি করা হবে। প্রতিদিন দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত কুপনের বিনিময়ে খাবার দেওয়া হবে। ‘মা’ ক্যান্টিন থাকবে ডিম ভাত তরকারি। সঙ্গে লঙ্কা পেঁয়াজও।

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান,” মাস পাঁচেক আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন একটি মা ক্যান্টিন চালু করার। সেই মতো পরিকল্পনা করে ই-টেন্ডার করা হয়। মূলত গরিব মানুষের সুবিধার্থেই এই মা ক্যান্টিন চালু হল।”

Nadia School : উচ্চ মাধ্যমিক চলাকালীন হইচই করে ভাত-মাংস সহযোগে শিক্ষকদের ‘লাঞ্চ পার্টি, বিতর্ক নদিয়ার স্কুলে
এই ক্যান্টিনের ফলে অনেক পথ চলতি সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। দুর্গাপুরের এক বাসিন্দা জানান, “সস্তায় এরকম মধ্যাহ্ন ভোজনের আয়োজন খুবই প্রশংসনীয়। এটা অনেকদিন আগেই চালু হওয়ার দরকার ছিল। যাক এখন হওয়ায় আমরা খুশি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *