কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা সকলেই জানেন আমার দু’টো দায়িত্ব আছে। একটা হল, আমি বাংলার মুখ্যমন্ত্রী। সুতরাং বাংলার মানুষের সঙ্গে অবিচার হলে আমার একটা দায়বদ্ধতা থাকে, একটা দায়িত্ব থাকে। দ্বিতীয়ত আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। এই সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সরকার।”
মুখ্যমন্ত্রীর সংযোজন, “আজকের এই ধরনা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে না করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। আমি ডবল ডিউটি পালন করছি। আমি BJP-র মতো সরকারের টাকা নষ্ট করে এসব করি না। এটা আমাদের দলের কর্মসূচি। কিন্তু, আমি সরকারের পক্ষ থেকেও রয়েছি। আমাদের সব মন্ত্রীরাও রয়েছে।”
একইসঙ্গে তৃণমূলনেত্রী এদিন বলেন, “আমাদের কর্মসূচিতে সংবিধান রয়েছে। সংবিধান তাঁরাই রাখে যারা ভারতের গণতন্ত্রকে শ্রদ্ধা করে। দেশের গণতন্ত্র, সংবিধান, নাগরিক অধিকার, ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এখানে বসেছি। সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্রেসি কর্মসূচি নিয়ে এখানে বসেছি।”
কী কী অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় মমতা? তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের সাফল্যে প্রতিহিংসাপরায়ণ BJP সরকার। বাংলাকে তার ন্যয্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রের কাছে রাজ্য সরকার ১ লাখ কোটি টাকা পায়। ১০০ দিনের কাজে বকেয়া রয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। ফলে কাজ করেও ন্যয্য মজুরি থেকে বঞ্চিত প্রায় ১৭ লাখ পরিবার। কেন্দ্রীয় এজেন্সি মারফত বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।