Mamata Banerjee Dharna : ‘প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসব’, হুঁশিয়ারি মমতার – mamata banerjee says if needed she will sit in demonstration in front of prime minister house


“দলের তরফ থেকে ধরনায় বসেছি। হঠাৎ অনেকে এসে জ্ঞান দিচ্ছেন। আমায় সংবিধানের পাঠ শেখাতে এসেছেন।” ধরনা মঞ্চ থেকে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় রেড রোডের ধরনা মঞ্চ থেকে তিনি বলেন, “কথায় কথায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন তো আপনারা। আমিই ডবল ডিউটি পালন করছি। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য চালাচ্ছি আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনা বসেছি।”

Mamata Banerjee : ‘ডবল ডিউটি পালন করছি’, ধরনা মঞ্চে নিজের ভূমিকা স্পষ্ট করলেন মমতা

প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনার হুঁশিয়ারি

এরপরই বিরোধীদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জয়ললিতাও তো ধরনায় বসেছিলেন। আমিও তো আগে ধরনায় বসেছি। রাজীব কুমারের পিছনে যখন CBI লাগিয়ে দেওয়া হয়েছিল তখনও তো ধরনায় বসেছিলাম। প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধরনায় বসব। সে হিম্মত আমার আছে। আমি তো জন প্রতিনিধি।”

বিরোধী ঐক্যের ডাক মমতার

২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন ধরনা মঞ্চ থেকে বলেন, “ED-CBI পাঠানো হচ্ছে সকলের বাড়িতে। আমাদের বাড়ির মেয়েদেরও ডেকে পাঠানো হচ্ছে। শিশুদের বাদ দেবে না মনে হচ্ছে। কাউকে বাকি রাখছে না। অখিলেশ থেকে শুরু করে লালু যাদব পর্যন্ত, অরবিন্দ থেকে শুরু করে জগণ পর্যন্ত, স্ট্যালিন থেকে শুরু করে KCR পর্যন্ত। সবাই চোর? আর BJP সাধু?”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *