Mamata Banerjee News : ধরনা মঞ্চে বাতাসের হুটোপুটি, ‘অসভ্য চুল’ নিয়ে ব্যতিব্যস্ত মমতা – mamata banerjee shares a light moment while sitting in demonstration at kolkata red road with her female cabinet ministers


কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, গণতন্ত্রের কণ্ঠরোধ সহ একাধিক অভিযোগ তুলে কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির নীচে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গল এবং বুধবার দু’দিনের ধরনা কর্মসূচি রয়েছে তাঁর। এদিকে, ধরনা মঞ্চে নিজের এলোমেলো চুল সামলাতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন মুখ্যমন্ত্রী। মঞ্চে লাগানো পাখার হাওয়ার চোটে সকলেরই চুল উড়ছিল। বাদ পড়েননি মমতাও। বক্তব্যের মাঝখানে বারবার তাঁকে হাত দিয়ে চুল ঠিক করতে দেখা যায়। তারপর একসময় মহিলা মন্ত্রী এবং সাংসদদের সঙ্গে হালকা মেজাজে কথা বলতে বলতে এই বিড়ম্বনার কথাও প্রকাশ করেন তিনি।

Mamata Banerjee Dharna : বঞ্চনা-গণতন্ত্রের কণ্ঠরোধ! কেন্দ্রের বিরুদ্ধে রেড রোডে ধরনায় মমতা

এলোমেলো চুল নিয়ে বিড়ম্বনায় মুখ্যমন্ত্রী

ধরনা কর্মসূচিতে এদিন মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করেন। মাইক হাতে নিয়ে তাঁকে বলতে শোনা যায়, তিনি এই মঞ্চে ডবল ডিউটি পালন করছেন। একদিকে তৃণমূল সুপ্রিমো এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এই দুই ভূমিকাই পালন করছেন বলে জানিয়েছেন মমতা। এই বক্তব্যের মাঝখানেই বারবার তাঁকে এলোমেলো চুল ঠিক করতে দেখা যায়। হাওয়ায় চুল উড়তে থাকায় রীতিমতো অস্বস্তিবোধ করছিলেন তিনি।

Mamata Banerjee : ‘ডবল ডিউটি পালন করছি’, ধরনা মঞ্চে নিজের ভূমিকা স্পষ্ট করলেন মমতা
এরপরই মঞ্চে তাঁর পাশে উপস্থিত দোলা সেন, শশী পাঁজা, বীরবাহা হাঁসদাদের নিজের অস্বস্তির কথা শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা যায়, “আমার চুলগুলো না শুধু উড়ে যায়। এত অসভ্য! আমার কিছু ছোট ছোট চুল উঠেছে, সামনের দিকটায়। শুধু উড়ে যায়, শুধু উড়ে যায়। কখনও এদিক করি, কখনও ওদিক করি। কিছুতেই কিছু হয় না।”

Mamata Banerjee : ‘আগে সব রাস্তা ছিল ঢেউ খেলানো…মাছ চাষ করা যেত’, সিঙ্গুরে রাস্তাশ্রী-পথশ্রীর উদ্বোধনের পর মন্তব্য মমতার
এরপরই মমতাকে বলতে শোনা যায়, “আমি দেখলাম রাষ্ট্রপতির চুলে চার চারটে ক্লিপ। কেউ হয়ত আছে তাঁর সঙ্গে। চুলটাকে সুন্দর করে ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *