এলোমেলো চুল নিয়ে বিড়ম্বনায় মুখ্যমন্ত্রী
ধরনা কর্মসূচিতে এদিন মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করেন। মাইক হাতে নিয়ে তাঁকে বলতে শোনা যায়, তিনি এই মঞ্চে ডবল ডিউটি পালন করছেন। একদিকে তৃণমূল সুপ্রিমো এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এই দুই ভূমিকাই পালন করছেন বলে জানিয়েছেন মমতা। এই বক্তব্যের মাঝখানেই বারবার তাঁকে এলোমেলো চুল ঠিক করতে দেখা যায়। হাওয়ায় চুল উড়তে থাকায় রীতিমতো অস্বস্তিবোধ করছিলেন তিনি।
এরপরই মঞ্চে তাঁর পাশে উপস্থিত দোলা সেন, শশী পাঁজা, বীরবাহা হাঁসদাদের নিজের অস্বস্তির কথা শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা যায়, “আমার চুলগুলো না শুধু উড়ে যায়। এত অসভ্য! আমার কিছু ছোট ছোট চুল উঠেছে, সামনের দিকটায়। শুধু উড়ে যায়, শুধু উড়ে যায়। কখনও এদিক করি, কখনও ওদিক করি। কিছুতেই কিছু হয় না।”
এরপরই মমতাকে বলতে শোনা যায়, “আমি দেখলাম রাষ্ট্রপতির চুলে চার চারটে ক্লিপ। কেউ হয়ত আছে তাঁর সঙ্গে। চুলটাকে সুন্দর করে ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছে।”