OMR Sheet : নাইসাকে বরাত, নিয়ম না মানলেও টাকা নীলাদ্রিকে – cbi interrogates niladri das with whom he was closed in education department


এই সময়: নিয়মের তোয়াক্কা না করেই ওএমআর শিট প্রস্তুতকারী এবং মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বরাতের ৮০ শতাংশ টাকা পাইয়ে দেওয়ায় অভিযুক্ত এসএসএসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এর বিনিময়ে সুবীরেশ আর্থিক ভাবে লাভবান হয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে সিবিআই। নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস সিবিআই হেফাজতে রয়েছেন।

OMR Sheet : প্রায় ৮ হাজার ওএমআর বিকৃতিতেও কি নীলাদ্রি?
তাঁকে জেরা করে জানার চেষ্টা চলছে, কী ভাবে শিক্ষা দুর্নীতিতে তিনি জড়িয়ে পড়েছিলেন? সুবীরেশই কি ওএমআর শিট বিকৃতির নির্দেশ দিতেন, না কি শিক্ষা দপ্তরের আর কারও সঙ্গে তাঁর আঁতাঁত ছিল? সিবিআই সূত্রে খবর, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পরীক্ষার জন্য নাইসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল এসএসসি। পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র মূল্যায়নেরও দায়িত্বও ছিল নাইসা উপরেই।

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত আরও ১, গ্রেফতার OMR প্রস্তুতকারী সংস্থার আধিকারিক
পুরো বিষয়টি দেখভাল করতেন নীলাদ্রি নিজেই। জানা গিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পরে ওএমআর শিটের হার্ড কপি জমা না দিলেও এসএসসি গ্রুপ-সি পরীক্ষার ফলপ্রকাশ করে। পরে সেই হার্ড কপি দেওয়া হয়। এমনকী, নাইসার সঙ্গে ৭৭ লাখ টাকার চুক্তি হলেও, তারা অনেক কাজই অসম্পূর্ণ রেখে দেয়। যদিও অভিযোগ, সুবীরেশের মদতে ওই টাকার ৮০ শতাংশ পেয়ে গিয়েছিলেন নীলাদ্রি।

Recruitment Scam In West Bengal : সাক্ষীদের ভয় দেখালে অভিযোগ হয়েছে? সিবিআইকে প্রশ্ন কোর্টের
কেন তাঁকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সে বিষয়েও নীলাদ্রিকে জেরা করা হচ্ছে। জানা গিয়েছে, সুবীরেশের কথাতেই ওয়ার্ক ডান সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয় নাইসাকে। তদন্তকারীদের দাবি, এ ভাবেই শিক্ষা দপ্তরে ওএমআর শিট বিকৃত করে প্রতারণার কারবার চলে। তাতে লাভবান হন শিক্ষা দপ্তরের কর্তারা। এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের বিভিন্ন বিভাগের আট হাজার ওএমআর শিট বিকৃত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে-এমনটাই তদন্তে উঠে এসেছে। এর পিছনে নীলাদ্রিরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *