Pathashree Prakalpa : ‘পথশ্রী’ প্রকল্প উদ্বোধনের পরদিনই রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ, অবরোধ মালদায় – villagers agitation for bad condition of road at malda


West Bengal News : মঙ্গলবারই রাজ্য জুড়ে ১২ হাজার কিমি রাস্তার জন্য ‘পথশ্রী’ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার মাঝেই রাস্তা ও সেতুর দাবি নিয়ে বিক্ষোভ গ্রামের মহিলাদের। মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলাদের। হবিবপুরের রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুর গ্রামের রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখান হয়। ঘটনাস্থলে হাজির হয় হাবিবপুর থানার পুলিশ।

‘পথশ্রী’ প্রকল্প উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই রাস্তার দাবি জানিয়ে পথে নামলেন তিনটি গ্রামের অসংখ্য মহিলারা। বুধবার সকাল থেকে তিনটি গ্রামের অসংখ্য মহিলা ও পুরুষরা ‘রাস্তা চাই, ব্রিজ চাই’ লেখা হাতে প্ল্যাকার্ড নিয়ে সকাল থেকে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে কিছুক্ষণের যান চলাচল ব্যাহত হয়।

Didir Doot : ‘আপনারা তো ভাগাড়ে থাকেন…!’ বেহাল রাস্তার জন্য বিয়ে বন্ধ গ্রামে, বিধায়কের সামনে ক্ষোভ গ্রামবাসীদের
গ্রামবাসীদের দাবি, হবিবপুর থানার অন্তর্গত রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুর তিনটি গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন জায়গায় একাধিকবার তদবির করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। তাই পঞ্চায়েত ভোটের আগে হাতে রাস্তা মেরামতির দাবি নিয়ে এবার পথে নামলেন অসংখ্য মহিলারা।

বিক্ষোভকারী এক মহিলা বলেন, “রাধাকান্তপুরের ব্রিজ এবং রাস্তা, জগন্নাথপুরের একটি ব্রিজ ও রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছি আমরা। রামকৃষ্ণপুরের রাস্তাও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। সে কারণে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি।”

Pathashree Project : পথশ্রী প্রকল্পের উদ্বোধন হাওড়াতেও, জেলাজুড়ে ২৭২ টি প্রকল্পে বরাদ্দ ৯০ কোটি
আরেক বিক্ষোভকারীর কথায়, আদিনা হইতে চাকলি পর্যন্ত রাস্তা এবং সেতুর দুই ধারে কাজ হলেও মাঝখানের অংশের কাজ হয়নি। সেতু নির্মাণের জন্য জায়গা ছাড়া হয়েছে, মাটি পরীক্ষা করে যাওয়া হয়েছে, কিন্তু কাজ হয়নি বলে দাবি গ্রামবাসীদের। পূর্ত দফতরের বোর্ড লাগানো থাকলেও রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ জানান গ্রামবাসীরা।

পথশ্রী প্রকল্প চালু হলেও তার মাধ্যমে এই রাস্তার কাজ দ্রুত করা হোক, বলে আর্জি গ্রামবাসীদের। আদিনা হইতে চাকলি পার্বতীডাঙা BSF ক্যাম্প পর্যন্ত ৩৩.৬৮ কিমি রাস্তা বাকি অংশের কাজ দ্রুত সম্পন্ন করার ব্যাপারে আর্জি জানান স্থানীয়রা। পাশাপাশি দুটি সেতুসহ ১৬কিমি রাস্তার দাবিতে সকাল থেকে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

Bankura News : অবিলম্বে পাকা করতে হবে রাস্তা, ভোট বয়কটের হুঁশিয়ারি বাঁকুড়ায়
তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন করা হবে অবরোধ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় হবিবপুর থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের মধ্যস্থতায় পরে অবরোধ তুলে নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *