Rainfall Forecast: ভ্যাপসা গরমে হাঁসফাঁস বাংলা, বুধেই কি স্বস্তি ফেরাবে বৃষ্টি? – west bengal weather update shows a forecast of little and moderate rain in some districts of south bengal


Weather Update Latest: মেঘলা আকাশে ফের সকাল থেকেই বৃষ্টির ভ্রুকুটি শহরে। বুধবারও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধের সকাল থেকেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। বাতাসে আদ্রর্তার পরিমাণ বেশি থাকায় বোধ হচ্ছে অস্বস্তি। দিন ও রাতের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলেছে। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনভর আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে কয়েকটি জেলা ছাড়া বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। কমবে বৃষ্টির পরিমাণ।

Sujan Chakraborty Wife Job : ‘কেল্টু-বিল্টু, নন্টে-ফন্টে!’ সমীর পুততুণ্ডর দাবি নিয়ে তীব্র কটাক্ষ সুজনের

হাওয়া অফিস জানাচ্ছে বুধবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলায় যদিও এদিন আগের থেকে কমবে বৃষ্টি। তবে জলীয় বাষ্পের আধিক্যের জন্য অধিক অস্বস্তি অনুভব হবে।

শহর কলকাতার আকাশে সকাল থেকে মেঘ ও রোদের লুকোচুরি চলছে। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ।

Kolkata Traffic Update Today : ধরনা-মিছিল-মিটিংয়ে ঠাসা বুধে শহর স্তব্ধ হওয়ার আশঙ্কা, কোন কোন পথ এড়িয়ে চলবেন?

উত্তরবঙ্গে এদিন মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে আবহাওয়া থাকবে একদম পরিষ্কার। মালদা ও দুই দিনাজপুরের নিচের দিকে জেলাগুলিতেও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal Trending News : ১৪ বছরের অপত্য স্নেহের বাঁধনে বড় হয়ে ওঠা, মুক্ত আকাশে দিন কাটানো ‘মিতুয়া’-র কাহিনি জানেন?

অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ছাড়াও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন ও আগামীকাল মধ্যপ্রদেশ সহ মধ্য ভারতের বেশকিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টির আশঙ্কা মধ্যপ্রদেশ ছত্রিশগড় ও বিদর্ভে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়েলসীমা কর্ণাটক তামিলনাডু পন্ডিচেরি করাইকালে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *