আগুন লাগার পর কালো ধোঁয়ার ঢেকে যায় চারপাশ। আতঙ্কিত হয়ে দৌড়দৌড়ি করতে শুরু করেন পথচলি মানুষ। রেস্তঁরা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন। রাসবিহারী শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। সেখানকার রেস্তঁরাতে আগুন লেগে যাওয়ার কারণে রাস্তায় সাময়িক যানজটও তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
অগ্নিকাণ্ডের খবর শুনে কালীঘাট থানার পুলিশও ঘটনাস্থলে আসে। এক দমকলকর্মী এই প্রসঙ্গে বলেন, “রেস্তঁরাতে রান্না চলাকালীন সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটে। আমার বেশ কিছুক্ষণের চেষ্টায়আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশেপাশে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়তে পারত। তবে তা হয়নি।”
রেস্তঁরার পাশে থাকা একটি দোকানের মালিক এই প্রসঙ্গে বলেন, “আমরা হঠাৎ করে বিকট শব্দ পাই। আমাদের দোকানও আওয়াজে কেঁপে ওঠে। আমরা ভয় পেয়ে দোকান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসি। স্থানীয়রাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
অফিস টাইমে অগ্নিকাণ্ড হওয়ার কারণে সেখানে প্রত্যেক দিনের মতো ভিড় ছিল। আগুন দেখে অফিস ফেরত অনেক যাত্রী ভয় পেয়ে যান। অফিসযাত্রী পার্থ ঘোষাল বলেন, “মেট্রো থেকে নেমে অটো ধরার জন্য রাসবিহারী স্টেশনে নেমে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। কী ভাবে আগুন লাগল আমরা বুঝে উঠতে পারছিলাম না। পরে স্থানীয় এক দোকানদারের থেকে শুনি যে সিলিন্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”