সংগীত শিল্পী মহুয়া বন্দ্য়োপাধ্যায় (Singer Mahua Banerjee) ইন্টারভিউ দিলেন এই সময় ডিজিটালে। তাঁর প্রথম বেসিক অ্যালবাম ‘থেকো না পরবাসে’। তাঁর প্রথম জনপ্রিয় গান ‘শ্রাবণ মেখেছি’। নিজস্ব গানের সংখ্যা কমবেশি ১৫। তাঁর গলায় নতুন বাংলা আধুনিক গান বড়-একটা শোনা যায় না কেন জিজ্ঞেস করা হলে টার উত্তর দেন। পাশাপাশি তিন্নি বলেন ‘রিয়েলিটি শোয়ে না-গেয়েও শ্রোতাদের কাছে পৌঁছন যায়’। বিস্তারিত ইন্টারভিউ ভিডিয়ো দেখুন।