কাজের দিনে ৪ দলের মিটিং-মিছিল, জেনে নিন কোথায় যানজটের আশঙ্কা রয়েছে মহানগরে


অয়ন ঘোষাল:  বুধবার কলকাতার চারটি জায়গা থেকে রয়েছে শাসকদল ও বিরোধীদের কর্মসূচি। রেড রোডে ধরনায় বসছেন মমতা। শহিদ মিনারের সভায় থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যা। এছাড়াও রয়েছে সিপিএম ও কংগ্রেস ও বিজেপি সভা ও মিছিল।  সবেমিলিয়ে হাইভোল্টেজ এই বুধবারে কেমন থাকবে কলকাতার যানবাহন তা ভেবেই আতঙ্ক বাড়ছে নিত্য যাত্রীদের। 

আরও পড়ুন-রেড রোডে মমতার ধরনা; শহিদ মিনারে অভিষেক, অচল হওয়ার আশঙ্কায় ধর্মতলা

পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। আজ যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আজ আবার বাম-কংগ্রেসের জোড়া মিছিল। সব মিলিয়ে আজ কলকাতার বিভিন্ন প্রান্তে প্রবল যানজটের আশঙ্কা রয়েছে।

বুধবার বেলা ১২টা থেকে রেড রোডে ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দুপুর ২টোয় শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। ফলে ধর্মতলা সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। বেলা গড়ালে প্রবল যানজট হতে পারে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে।

কোথায় কোথায় হতে পারে প্রবল যানজট ?

ডাফরিন রোড

ডোরিনা ক্রসিং

নিউ রোড

জওহরলাল নেহরু রোড 

রেড রোড

মেট্রো চ্যানেল

বিজেপির অবস্থানের জেরে কোথায় যানজটের আশঙ্কা ?

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিজেপির অবস্থান কর্মসূচি রয়েছে। এর ফলে যানজট হতে পারে 

বিধান সরণি

শ্যামবাজার

বিটি রোডের একাংশ

তৃণমূল ও বিজেপি পাশাপাশি নিজস্ব ইস্যুতে আজ পথে নামছে বাম-কংগ্রেস। বেলা আড়াইটে নাগাদ জোড়া মিছিলে মৌলালি, এন্টালি, শিয়ালদা, এপিসি রোড, পার্ক সার্কাস এলাকায়। ফলে প্রবল যানজট হতে পারে ওইসব এলাকায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *