শহরের কোথায় কী কর্মসূচি?
> কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শহিদ মিনারের অদূরে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
> বকেয়া ডিএ-এর দাবিতে এদিন মহামিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। হাওড়া ও শিয়ালদা থেকে আন্দোলনকারীদের দুটি মিছিল আসবে শহিদ মঞ্চে।
> দুপুর সাড়ে ১২টা নাগাদ শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের জমায়েত। ৬ হাজার মতো লোক হতে পারে সেখানে বলে জানা গিয়েছে।
> বিকেলে ডিএ মঞ্চে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যাবেন শুভেন্দু অধিকারী।
> রামনবমী উপলক্ষে কলকাতার একাধিক এলাকায় বিভিন্ন সময় রয়েছে ছোট ছোট মিছিল

কোন কোন রাস্তায় যানজটের আশঙ্কা?
কলকাতায় একাধিক মিছিলের জেরে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। বেলা ২টো একটি মিছিল এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে আসবে ধর্মতলায় ফলে সে সময় ওই অঞ্চলে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হতে পারে লেনিন সরণী, রেড রোড, ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড, রানি রাসমণি অ্যাভিনিউয়ের মতো রাস্তাগুলিতে। মুখ্যমন্ত্রীর ধরনা কর্মসূচির কারণেও বন্ধ করা হতে পারে ডোরিনা ক্রসিং, রেড রোড সংলগ্ন এলাকায়।
শহিদ মিনার ময়দানে ডিএ আন্দোলনকারীদের কর্মসূচির জেরেও ময়দান, পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। এছাড়া রামনবমীর মিছিলের কারণে কাশীপুর ব্রিজ, প্রিন্স আনোয়ার শাহ রোড, বিএনআর শীতলা মন্দির, তিলক নাথ মন্দির সংক্রান্ত অঞ্চলে সাময়িক যানজট হতে পারে বলে জানা গিয়েছে।

কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্টভাবে কোনও রুট পরিবর্তনের খবর নেই। কোনও রাস্তা বন্ধ করা হচ্ছে না। বিভিন্ন মিছিলের চাপে যানজটের সৃষ্টি হলে তখন তৎক্ষণাৎ সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বদা সচেষ্ট লালবাজার।” তবুও আজ গন্তব্যে পৌঁছনোর জন্য হাতে বাড়তি সময় রেখে বেরনোই হবে বুদ্ধিমানের কাজ।