Jalpaiguri News : লিস্ট অনুযায়ী দিতে হবে পাট্টা, নচেৎ খোদ অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকি জলপাইগুড়িতে! – jalpaiguri additional district magistrate got threat


West Bengal News : জেলার অতিরিক্ত জেলাশাসককে খুন করার হুমকির খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জলপাইগুড়ি (Jalpaiguri) জুড়ে। ওই অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে। তালিকা মোতাবেক পাট্টা না দিলে প্রাণে মেরে ফেলা হবে, এই ধরনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। কোনও এক বিশেষ রাজনৈতিক দলের নাম করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে জলপাইগুড়ির ভুমি ও ভুমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তীকে।

Paschim Medinipur : ২ নাবালিকাকে দিয়ে মেটাচ্ছিলেন যৌন লালসা! জানাজানি হতেই শ্রীঘরে প্রতিবেশী দাদু
আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে জলপাইগুড়ির কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি জলপাইগুড়ি জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন ওই অতিরিক্ত জেলাশাসক। জানা গিয়েছে, গতকাল বুধবার দুপুরে দুই বহিরাগত ব্যক্তি অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করবেন বলে অফিসের ভেতরে ঢোকেন।

Bardhaman District Court : ‘সরাতে হবে পাবলিক প্রসিকিউটরকে’, বর্ধমান জেলা আদালতে আন্দোলন আইনজীবীদের
তাদের কথা মতন কাজ না করলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে গিয়েছেন ওই দুই ব্যক্তি, এমনই অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগ পেয়েই অতিরিক্ত জেলাশাসকের দফতরে যায় পুলিশ। এদিকে, পুলিশের তদন্ত শুরু করার পরেই আজ অতিরিক্ত জেলাশাসকের অফিসের জানালার একটি কাঁচে ছিদ্রের পাশাপাশি আলমারিতেও ছিদ্র লক্ষ্য করা গিয়েছে।

Cooch Behar Municipality : রবীন্দ্রনাথকে ঘিরে তুমল বিক্ষোভ, ‘স্বাভাবিক ঘটনা’ প্রতিক্রিয়া সুকুমার রায়ের
এদিক লক্ষ্য করে গুলি করা হয়েছে কিনা, আর এই ছিদ্র গুলিরই কিনা সেই বিষয়টিও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে কোমর বেঁধে তদন্তে নামছে পুলিশ। এদিকে অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তী জানান, “আমি জেলাশাসককে বিষয়টি জানিয়েছি। অন্যদিকে কোতোয়ালি থানায়ও অভিযোগ দায়ের করেছি। আমাকে দু’জন ব্যক্তি অফিসে ঢুকে প্রাণে মারার হুমকি দিয়েছেন”।

South 24 Parganas News : BJP কর্মীর জায়গা দখলের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাবার বিরুদ্ধে, এলাকায় চলছে পুলিশি টহলদারি
জেলাশাসক এই বিষয়ে তাঁকে কি জানিয়েছেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে রঞ্জনবাবু জানান, “উনি আমাকে সাবধান থাকতে বলেছেন। আর সেই সঙ্গে যা যা ঘটছে, তার পূর্ণ বিবরণ ওনাকে আর পুলিশকে জানাতে বলেছেন”। এই বিষয়ে তিনি আরও বলেন, “জলপাইগুড়িতে বেশ কিছুদিন হল কাজ করছি। এই ধরনের অভিজ্ঞতা কখনও হয়নি।

এর আগেও অন্য কোথাও এই ধরনের ঘটনার মুখোমুখি হইনি। পাট্টার তালিকা সম্পূর্ণ হয়ে গিয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী যেভাবে কাজ করার, সেভাবেই করব। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের হুমকি কিসের জন্য, বুঝতে পারছি না। সেদিন ওই দুই ব্যক্তি ঘরে ঢুকেই হুমকি দিয়ে বেরিয়ে যান। আমি কোনও কথা বলার সুযোগই পাইনি।

Paschim Medinipur : কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ, নারায়ণগড়ে গ্রেফতার হোটেল মালিক-কর্মচারী
না কাউকে কিছু বলার সুযোগ পেয়েছি সেই মুহূর্তে”। জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গনপত বলেন, “অতিরিক্ত জেলাশাসককে অফিসে ঢুকে দুই ব্যক্তি হুমকি দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *