Jitendra Tiwari : বর্ধমান মেডিক্যালে আনা হল জিতেন্দ্রকে, অ্যাম্বুল্যান্সের পিছনে কাঁদতে কাঁদতে ছুটলেন স্ত্রী-কন্যা – bjp leader jitendra tiwari brought to burdwan medical college hospital


West Benagl News: বুধবার জেলেই অসুস্থ হয়ে পড়েন আসানসোল কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বুধবার রাতে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাঁকে ভর্তি করা। অবস্থার অবনতি হতেই তাঁকে বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন সন্ধে ৬ টা ৩০ মিনিট নাগাদ বর্ধমান হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ আসানসোল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে জিতেন্দ্র তিওয়ারিকে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হয়। সেখান থেকে তাঁকে নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ।

Jitendra Tiwari BJP : কমেনি বুকের ব্যথা, চলছে অক্সিজেন! জিতেন্দ্রকে বর্ধমানে মেডিক্যলে নিয়ে যাওয়ার পরিকল্পনা
জিতেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তা জুড়ে কান্নার রোল শোনা যায়। আসানসোলের হাসপাতাল রোডে চোখের জল ফেলতে ফেলতে জিতেন্দ্রের অ্যাম্বুলেন্সের পিছনে ছুটতে দেখা যায় জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়ারি ও কন্যা পল্লবীকে। তাঁদের একটাই দাবি, জিতেন্দ্র যেন সুস্থ হয়ে ফিরে আসেন।

হাসপাতাল সূত্রে খবর, জিতেন্দ্রকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ সেলে রাখা হয়েছে। তাঁকে অক্সিজেন সাপোর্টেও রাখা হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, সেখানে ইসিজি সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সুপার স্পেশালিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে পাঠানো হয়েছে।

Jitendra Tiwari News : জেল হেফাজতে হঠাৎ অসুস্থ জিতেন্দ্র তেওয়ারি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে
সূত্রের মারফত জানা গিয়েছে, জিতেন্দ্র তিওয়ারিকে হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে কিছু ওষুধ ও প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালে ছুটে আসেন আসানসোলের বিজেপি কর্মী সঞ্জয় সিং। কিন্তু, পুলিশ তাঁকে হাসপাতালের গেটে আটকে দেয়। এরপরে ওষুধ ও প্রেসক্রিপশন পুলিশই হাসপাতালের ভিতরে পৌঁছে দেয়।

সঞ্জয় সিং জানান, পুরোনো সমস্যা ছিল সেই কারণে জেলে যাওয়ার পর বুকে ব্যাথা অনুভব করেন জিতেন্দ্রে। সেই জন্য তাঁকে হাসপাতালে আনা হয়। কিছু ওষুধ ও প্রেসক্রিপশন দিতে এসেছিলাম। সঞ্জয় বলেন, “গতকালই তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সমস্যা থাকার কারণে আজকে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওনার আগে থেকেই সমস্যা ছিল, সেই কারণে ওষুধ ও প্রেসক্রিপশন দেওয়ার জন্য এসেছিলাম”

Chaitali Tiwari: জিতেন্দ্র পত্নীকে ‘সুপ্রিম রক্ষাকবচ’, গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ
গত বছর ডিসেম্বর মাসে আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। সেই মামলাতেই নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করা হয়। তাঁকে মঙ্গলবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এখন জিতেন্দ্রর অবস্থা কোন দিকে যায়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *