Jitendra Tiwari BJP : কমেনি বুকের ব্যথা, চলছে অক্সিজেন! জিতেন্দ্রকে বর্ধমানে মেডিক্যলে নিয়ে যাওয়ার পরিকল্পনা – arrested bjp leader jitendra tiwrari to be shifted to burdwan medical college and hospital


আসানসোল কম্বলকাণ্ডে গ্রেফতারির পর বুধবার জেল হেফাজতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বুধবার সন্ধেবেলা হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন জিতেন্দ্র, তারপরই তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথার পাশপাশি শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছিল তৃণমূল নেতার। বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতার বুকে ব্যথা এখনও কমেনি। সেই কারণে উন্নত চিকিৎসা এবং তার হৃদযন্ত্রগত পরীক্ষার জন্য জিতেন্দ্রকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। বৃহস্পতিবারই তাঁকে সেখানে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।Jitendra Tiwari News : জেল হেফাজতে হঠাৎ অসুস্থ জিতেন্দ্র তেওয়ারি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে
আসানসোল জেলা হাসাপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন জিতেন্দ্র। এদিন হাসপাতালে যান আসানসোল পুরসভার কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারি স্ত্রী চৈতালি তিওয়ারি। হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ছেন জিতেন্দ্র শারীরিক অবস্থা মোটেই ভালো নেই। এমনকী তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে বলেও জানিয়েছেন বিজেপি নেত্রী।

সাংবাদিকদের তিনি বলেন, “গতকাল থেকে ওনার শরীর খুবই খারাপ। ওনার শরীরের অবস্থা খুবই খারাপ, হার্টের অবস্থা খুবই খারাপ। হাসপাতালে অ্যাঞ্জিওগ্রাম সহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে। শুনছি ওনাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। জিতেন্দ্রবাবু সব সময় মানুষের সেবা করেছেন, আগামী দিনেও করবেন। আমি তাই চাই উনি সুস্থ হয়ে আবার মানুষের কাছেই ফিরে আসুক। উনি খুব একটা ভালো করে কথাও বলতে পারছেন না। ওনার অক্সিজেন চলছে।”

Chaitali Tiwari: জিতেন্দ্র পত্নীকে ‘সুপ্রিম রক্ষাকবচ’, গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ
মঙ্গলবারই ধৃত বিজেপি নেতাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার জেল কর্তৃপক্ষকে জিতেন্দ্র জানান যে তাঁর বুকে খুব ব্যথা করছে। জিতেন্দ্রর মুখে শারীরিক অসুস্থতার কথা শুনে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। জিতেন্দ্রকে পরীক্ষা করার পর হাসপাতালের চিকিৎসকরা তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তাঁকে সিসিউতে ভর্তি রাখার সিদ্ধান্ত হয়।

Jitendra Tewari : জামিন অধরা জিতেন্দ্র’র, কম্বলকাণ্ডে ১৪ দিনের জেল হেফাজত BJP নেতার
অন্যদিকে জিতেন্দ্রকে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সেখানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার জিতেন্দ্র আদালতে পেশ করেছিল পুলিশ। শুনানির পর তাঁর ১৪ দিনের পুলিশি হেফাজত হয়। জামিনের আবেদন করলেও আদালত তাঁর জামিন মঞ্জুর আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) তরুণকুমার মণ্ডল। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে নয়ডা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা কোন দিকে যায়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *